Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাজেট
 
 উপজেলা চেয়ারম্যানের বাণী
 
 
 
 
সুপ্রিয় জালালপুর ইউনিয়নবাসী,
 
তালা উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি।
 
স্থানীয় সরকার ব্যবস্থায় তৃনমূলের প্রতিষ্ঠান হিসাবে ইউনিয়ন পরিষদ শুরু থেকে নিরবিচ্ছিন্নভাবে তৃনমূল জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে আসছে এবং জনগণের আশ্রয়স্থল হিসাবে পরিচিত হয়েছে। এই প্রতিষ্ঠানের সকল কাজে জনগণের অংশগ্রহন ও অংশীদারিত্ব নিশ্চিত করতে পারলেই জনগণের প্রকৃত ভাগ্য উন্নয়ন সম্ভব আর স্থানীয় সরকার তার লক্ষ্য অর্জন করতে পারবে। জাতীয় সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন আর তৃনমূল পর্যায়ের জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে স্থানীয় সরকারের বিকল্প নেই।
 
জালালপুর ইউনিয়ন পরিষদ বিগত ২০০৪ সাল থেকে জনগণের অংশগ্রহন  ও অংশদারিত্ব নিশ্চিত করার জন্য প্রকাশ্য বাজেট অধিবেশন করে আসছে, ওয়ার্ড সভার মাধ্যমে জনগণের অগ্রাধিকার ভিত্তিক চাহিদা যাচাই করছে, পঞ্চবাষির্কী পরিকল্পনা তৈরী করেছে এবং ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক বাজেট অধিবেশনের আয়োজন করেছে। সেজন্য জালালপুর ইউনিয়ন পরিষদকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। 
 
আমি বিশ্বাস করি এভাবে সকল কাজে জনগণের মতামত গ্রহন করতে পারলে তৃনমূলে সুশাসনের চর্চা নিশ্চিত হবে আর তা আমাদের কাঙ্খিত বাংলাদেশ গড়তে সহায়তা করবে আর স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং শক্তিশালী করবে।
 
এধরনের সাহসী কাজে দীর্ঘদিন ধরে অংশগ্রহন করার জন্য জালালপুর ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি।
 
ইউনিয়নের সকলের মঙ্গল ও উন্নয়ন কামনা করে ধন্যবাদ জানাচ্ছি।
 
 
গভীর আন্তরিকতায়
 
 
 
ঘোষ সনৎ কুমার
চেয়ারম্যান         
 
 
 
 
উপজেলা নির্বাহী অফিসারের বাণী
 
 
প্রিয় ইউনিয়নবাসী
 
 
জালালপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। ২০০৪ সাল থেকে জালালপুর ইউনিয়ন পরিষদ প্রকাশ্য বাজেট ঘোষনার ব্যবস্থা করে আসছে। তারা ওয়ার্ড সভার মাধ্যমে এবং জনগণের মতামতের ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আসছে এবং  ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রকাশিতব্য প্রকাশ্য বাজেট জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে এবং ভাগ্য উন্নয়নে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
 
আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জালালপুর ইউনিয়ন পরিষদের এই বাজেট উপস্থাপনে যারা সক্রিয় সহযোগিতা করেছেন ।
 
তালা উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে রইলো আমার আন্তরিক শুভেচ্ছা।
  
                                                                                             প্রশান্ত কুমার বিশ^াস
                                                                                  উপজেলা নির্বাহী অফিসার
                                                                                      তালা, সাতক্ষীরা।
 
 
 
 
 
 
 
বিসমিল্লাহির রহমানির রহিম।
   চেয়ারম্যানের কিছু কথা
 
 
 
 
 
 
 
 
সুপ্রিয় ইউনিয়নবাসী,
 
সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী ১১ নং জালালপুর ইউনিয়নে বিগত সময় কালে যে সমস্ত মহান ব্যক্তিবর্গ প্রেসিডেন্ট ও চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে ইউনিয়নে সুষ্ঠ নেতৃত্ব দান করেছেন বা পদে অধিষ্ঠিত থাকা কালীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করছি এবং তাদের বিদেয়ী আত্মার প্রতি মহান আল্লাহতালার কাছে মাগফিরাত কামনা করছি।
 
২০১১ সালের ৩রা এপ্রিল তারিখে একটি নির্দলীয় নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়নবাসী তােেদর মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন । ২০১৬ সালের ২ রা মার্চ এবং ২০২২ সালের ২০ শে সেপ্টেম্বর বিপুল পরিমান মুল্যবান ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করেন। সে জন্য তাদেরকে জানাই আমার হৃদয় উৎসারিত একরাশ প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তারা যে আশা আকাঙ্খা নিয়ে ইউনিয়নের গুরু দায়িত্ব আমার উপর অর্পন করেছেন তার জন্য আমি আমার মন, মনন, মেধা, শ্রম, নিষ্ঠা, দক্ষতা ও ঐকান্তিক নিরলস প্রচেষ্টা দিয়ে ইউনিয়ন বাসীর আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি, পানি নিষ্কাশন, শিক্ষ-সংস্কৃতি, চিকিৎসা, বাসস্থান সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাব। কারণ আমি বিশ্বাস করি-জনগনের দেয়া দায়িত্ব পালনে আছে এক বিরল সম্মান ও সাফল্য এবং ইহা বয়ে আনতে পারে পরম আত্মতৃপ্তি এবং অনাবিল আনন্দ।
 
সস্মানিত ইউনিয়ন বাসীর নিকট আমার দাবী সকল দলমত নির্বিশেষে আমাকে সহযোগীতা করবেন। তাহলে সঠিক সময়ে সঠিক ভাবে সময়ের সদ্ব্যবহার করলে জনগনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারব বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ সেটাই হবে আমাদের সকলের জন্যে স্বর্ণোজ্জ্বল সাফল্য।
 
কপোতাক্ষ তীরবর্তী এই ইউনিয়ন প্রতি বছর বন্যা আক্রান্ত হয়। গত বছর আমাদের ইউনিয়নও মারাত্মক ভাবে বন্যা আক্রান্ত হয়। সরকারী এবং বেসরকারী নানাবিধ উদ্যোগ এবং সহযোগিতায় আমরা সে সমস্যা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সে সময়ে যারা আমাদের পাশে  এসে দাঁড়িয়েছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছ্।ি সবচেয়ে বেশী ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাদেরকে ধৈর্য্য ধারণ করে এই সমস্যা মোকাবেলা করতে সাহস যুগিয়েছেন। আমার ইউনিয়নের জনগণও অসীম ধৈর্য্য সহকারে এই সকল সমস্যা মোকাবেলা করেছেন এবং ইউনিয়ন পরিষদ তার ক্ষুদ্র সমার্থ্য দিয়ে যেটুকু সহযোগিতা করতে পেরেছে সেই কাজে সহযোগিতা করেছে। 
 
একটি শক্তিশালী, আদর্শ ও কার্যকর ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি প্রতিশ্রুতি বদ্ধ। এ কারনে আগামী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য জনগনের উপস্থিতিতে প্রকাশ্যে বাজেট অধিবেশন করতে চাই।
 
সকলের শুভ কামনায়- আল্লাহ হাফেজ।
                                                                                             গভীর আন্তরিকতায়
 
                                                                                                  
                                                                                                                                                           
এম মফিদুল হক (লিটু)
চেয়ারম্যান
১১নং জালালপুর ইউনিয়ন পরিষদ
তালা, সাতক্ষীরা।
 
 
এক নজরে জালালপুর ইউনিয়ন
 
অবস্থান ও সীমানা ঃ পূর্ব দিকে কপোতাক্ষ নদ, উত্তর ও পশ্চিমে মাগুরা ইউনিয়ন এবং দক্ষিনে খেসরা ইউনিয়ন। আয়তন ঃ ২৪.১০ বর্গকিলোমিটার। প্রতিষ্ঠা কাল ঃ ১৯৬০ সাল ইং। মোট জনসংখ্যা ঃ ৩৬৬৯০ জন, পুরুষ : ২০৮১৬ জন, মহিলা : ১৫৮৭৪ জন। গ্রাম ঃ ১৩টি। শিক্ষা প্রতিষ্ঠান ঃ মোট ৩৪টি। মৌজা ঃ ১২টি। হাট বাজার ঃ ৬টি। ভুমি অফিস ঃ ১টি। পোষ্ট অফিস ঃ ৩টি। রেজি: ক্লাব ঃ ৬টি। মসজিদ ঃ ৪৪টি। মন্দির ঃ ১৩টি। পাঠাগার ঃ ২টি। খেলার মাঠ ঃ ৭টি । পরিবার সংখ্যা: ৬৬১৪ ।বয়স্ক ভাতা ঃ৮০০।বিধবা ভাতা ঃ৩৩৫।মুক্তিযোদ্ধা ভাতাঃ৪৬।প্রতিবন্ধি ভাতাঃ ২১৪। ভিজিডি ঃ ১৭০।প্রাথমিক বিদ্যালয়ঃ ১৭। মাধ্যমিক বিদ্যালয়ঃ ৫। মাদ্রাসাঃ ১১। এতিমখানাঃ ৫।
 
জালালপুর ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ :
ক্রম নাম গ্রাম পদবী
১ স্বর্গীয় বঙ্কিম চন্দ্র হালদার জালালপুর প্রেসিডেন্ট
২ মরহুম দলিলদ্দীন শেখ দোহার প্রেসিডেন্ট
৩ স্বর্গীয় রাস বিহারী দাস দোহার প্রেসিডেন্ট
৪ স্বর্গীয় তারকনাথ মুখার্জী জালালপুর প্রেসিডেন্ট
৫ জনাব শেখ আব্দুল মালেক জেঠুয়া প্রেসিডেন্ট
৬ জনাব মফিজউদ্দিন মোড়ল কানাইদিয়া প্রেসিডেন্ট
৭ জনাব কাশেম আলী ফকির শ্রীমন্তকাঠি চেয়ারম্যান
৮ জনাব আঃ করিম মোড়ল (বি. এ.) শ্রীমন্তকাঠি চেয়ারম্যান
৯ জনাব আঃ করিম মোড়ল জালালপুর চেয়ারম্যান
১০ জনাব শেখ কামরুল ইসলাম জেঠূয়া চেয়ারম্যান
১১ জনাব গোলদার আকরাম হোসেন শ্রীমন্তকাঠি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
১২ জনাব আঃ করিম মোড়ল জালালপুর চেয়ারম্যান
১৩ জনাব আঃ রশিদ মোড়ল কৃষ্ণকাঠি চেয়ারম্যান
১৪ জনাব আঃ করিম মোড়ল জালালপুর চেয়ারম্যান
১৫ জনাব ফকির শাহাদৎ হোসেন শ্রীমন্তকাঠি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
১৬ জনাব সরদার রফিকুল ইসলাম কৃষ্ণকাঠি চেয়ারম্যান
১৭ জনাব সরদার রফিকুল ইসলাম কৃষ্ণকাঠি চেয়ারম্যান
১৮ এম মফিদুল হক (লিটু )    কৃষ্ণকাঠি চেয়ারম্যান
১৯ এম মফিদুল হক (লিটু)            কৃষ্ণকাটি            চেয়ারম্যান
 
জালালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান নির্বাচিত সদস্যবৃন্দ :
১. জনাব এম মফিদুল হক (লিটু) চেয়ারম্যান ১১ নং জালালপুর ইউ,পি ০১৭১২২৫০০৯৩
২. জনাবা হেনা বেগম সদস্যা ১, ২, ৩ নং ওয়ার্ড                  ০১৭৪১৪২২৩৮২
৩. জনাবা বিউটি আক্তার সদস্যা ৪, ৫, ৬ নং ওয়ার্ড                  ০১৭৯৫৫৯৭৬৬৮
৪.   জনাবা ফিরোজা খাতুন সদস্যা ৭, ৮, ৯ নং ওয়ার্ড                  ০১৭২৫৩১৮৭৫৬
৫. জনাব  আনারুল ইসলাম সদস্য ০১ নং ওয়ার্ড                         ০১৭৩৫৩৭১৭৩৯
৬.  জনাব কালিদাশ অধিকারী সদস্য ০২ নং ওয়ার্ড                        ০১৭১১৪৫৮৫৮৯
৭. জনাব  মোঃ আমজাদ হোসেন সদস্য ০৩ নং ওয়ার্ড                        ০১৭৫৩০১৭৫৪৭
৮. জনাব শেখ আঃ রশিদ সদস্য ০৪ নং ওয়ার্ড                        ০১৭৩৭১৩৪৫৯৪
৯. জনাব শেখ আব্দুল কাইম সদস্য ০৫ নং ওয়ার্ড                        ০১৭১০০২৯১৮৫
১০. জনাবা রমা রানী ঘোষ সদস্য ০৬ নং ওয়ার্ড                        ০১৭২৪৮৪৯৫০২
১১. জনাব মোঃ কামরুল ইসলাম সদস্য ০৭ নং ওয়ার্ড                         ০১৭৭৬৫৬১০০০
১২. জনাব শেখ আব্দুর রাজ্জাক সদস্য ০৮ নং ওয়ার্ড                        ০১৭৪৫৭০৪৫১৭
১৩. জনাব মোঃ রফিকুল সানা সদস্য ০৯ নং ওয়ার্ড                        ০১৭৪৭০৮৬৮০৯
 
মোঃ আতিয়ার রহমান : ইউপি সচিব, ১১ নং জালালপুর ইউ,পি মোবাইল নং-০১৭২৭০৩৯৬৯৬
 
 
 
ইউপি’র বার্ষিক বাজেট
১১নং জালালপুর ইউনিয়ন পরিষদ (এলজিডি আইডি ২৮৭৯০২৩), উপজেলা- তালা, জেলা- সাতক্ষীরা, অর্থ বছর ২০২২-২০২৩
                                                  ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
                                       উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা।                                বাজেট ফরম“ক’
                                           অর্থবছরঃ-২০২২-২০২৩                                      [বিধি ৩(২) দ্রষ্টব্য]
বাজেট সার-সংক্ষেপ
আয়
বিবরন পূর্ববর্তী  বৎসরের প্রকৃত ব্যায় (২০২০-২০২১) চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট (২০২১-২০২২) পরবর্তী বৎসরের বাজেট (২০২২-২০২৩)
অংশ-১ রাজস্ব হিসাব প্রাপ্তি
        রাজস্ব ৮,২২,০০০/= ৮,৪৭,০০০/= ১৬,৫২,৫০০/=
অনুদান
মোট প্রাপ্তি ৮,২২,০০০/= ৮,৪৭,০০০/= ১৬,৫২,৫০০/=
বাদ রাজস্ব ব্যয় ১৬,৬৬,৮৫০/= ১৭,৬৯,২০০/= ১৭,২২.৫০০/=
রাজস্ব উদ্বৃত্ত/ঘাটতি (ক) -৮,৪৪,৮৫০/= -৯,২২,২০০/= -৭০,০০০/=
অংশ-২ উন্নয়ন হিসাব
উন্নয়ন অনুদান ১,১১,৮৯,৪৫০/= ১,১২,৪০,৪৫০/= ১,১৪,৯০,০২০/=
অন্যান্য অনুদান ও চাঁদা
মোট (খ) ১,১১,৮৯,৪৫০/= ১,১২,৪০,৪৫০/= ১,১৪,৯০,০২০/=
মোট প্রাপ্ত সম্পদ(ক+খ) ১,০০,৮৮,৫০৬/= ৭,৯০,৪৫০/= ১,১৪,২০,০২০/=
বাদ উন্নয়ন ব্যয় ১,০২,০৫,৫০০/= ১,০৪,৫০,০০০/= ১,১৪,১০,০২০/=
সার্বিক বাজেট উদ্বৃত্ত/ঘাটতি -৮৯,৯৭২/= -৯,৮৩,৯৫০/= ১০,০০০/=
যোগ প্রারম্ভিক জের (১জুলাই) ৮৯,৯৭২/= ৯,৮৩,৯৫০/= ৭০,০০০/=
সমাপ্তি জের ০ ০ ৮০,০০০/=
                                       
                                          ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
                                       উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা।              ইউনিয়ন পরিষদ বাজেট ফরম“খ’
                                            অর্থবছরঃ-২০২২-২০২৩          [বিধি ৩(২) এবং আইনের চতুর্থ তফসিল দ্রষ্টব্য]
                                                          অংশ-১-রাজস্ব হিসাব
                                                                  প্রাপ্ত আয়
আয়
প্রাপ্তির বিবরন পূর্ববর্তী  বৎসরের প্রকৃত ব্যায় (২০২০-২০২১) চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট (২০২১-২০২২) পরবর্তী বৎসরের বাজেট (২০২২-২০২৩)
১ ২ ৩ ৪
কর ও রেট ২,৬০,০০০/= ২,৭০,০০০/= ৩,৭০,০০০/=
ইজারা ২,৮০,০০০/= ২,৮৫,০০০/= ২,৯০,০০০/=
যানবহন(মটরযান ব্যতীত)
নিব›দ্ধন কর
লাইসেন্স ও পারমিট ফি ৯০,০০০/= ৯০,০০০/= ৮০,০০০/=
জন্মনিব›দ্ধন ফি ৪০,০০০/= ৪০,০০০/= ১,২০,০০০/=
গ্রাম আদালত ২,০০০/= ২,০০০/= ২,৫০০/=
স্থাবর সম্পত্তি হস্তান্তর কর - - ৬,৪০,০০০/=
অন্যান্য ১,৫০,০০০/= ১,৬০,০০০/= ১,৫০,০০০/=
মোট ৮,২২,০০০/= ৮,৪৭,০০০/= ১৬,৫২,৫০০/=
                                                  
 
 
                                                 ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
                                                  উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা।
অংশ ১- রাজস্ব হিসাব
ব্যায়ের খাত পূর্ববর্তী  বৎসরের প্রকৃত ব্যায় (২০২০-২০২১) চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট (২০২১-২০২২) পরবর্তী বৎসরের বাজেট (২০২২-২০২৩)
১ ২ ৩ ৪
১। সাধারণ সংস্থাপনা/ প্রতিষ্ঠানিক
ক. সম্মানী/ ভাতা ৬,৯৯,৬০০/= ৬,৯৯,৬০০/= ৬,৯৯,৬০০/=
খ. কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদি ৮,০০,৪৫০/= ৮,৫০,৩০০/= ৫,০৮,৫০০/=
(১) পরিষদ কর্মচারী
(২) দায়যুক্ত ব্যায় ( সরকারী কর্মচারী সম্পর্কিত)
গ. অন্যান্য প্রতিষ্ঠনিক ব্যয়
ঘ. আনুতোষিক তহবিলে স্থানান্তর
ঙ. যানবাহন মেরামত ও জ্বালানী
২। কর আদায়ের জন্য ব্যায় ৩৯,০০০/= ৪০,৫০০/= ৭৪,০০০/=
৩। অন্যান্য ব্যয়
ক. টেলিফোন বিল
খ. বিদ্যুৎ বিল ১৫,০০০/= ২৪,০০০/= ৩৬,৫০০/=
গ. পৌর কর
ঘ. গ্যাস বিল
ঙ. পানির বিল ৮০০/= ৮০০/= ১,৯০০/=
চ. ভুমি উন্নয়ন কর ২০,৫০০/=
ছ. অভ্যন্তরিণ নিরীক্ষা ব্যায়
জ. মামলা খরচ ৪,০০০/= ৪০০/= ১৫,০০০/=
ঝ. আপ্যায়ন ব্যায় ১৮,০০০/= ২৫,০০০/= ৬০,০০০/=
ঞ. রক্ষণাবেক্ষণ এবং সেবা প্রদানজনিত ব্যায় ৩২,০০০/= ৩৫,০০০/= ৪০,৫০০/=
ট. অন্যান্য পরিশোধ যোগ্য কর/ বিল ২৫,০০০/=
ঠ. আনুষাঙ্গিক ব্যয় ২০,০০০/= ৩০,০০০/= ৪৫,০০০/=
৪। কর আদায় খরচ ( বিভন্ন রেজিষ্টার, ফরম, ৪,০০০/= ৫,০০০/= ১০,০০০/=
৫। বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষন ২৫,০০০/= ৪,০০,০০০/= ১,৫০,০০০/=
 
ক. ইউনিয়ন এলাকার বিভন্ন প্রতিষ্ঠান/ ক্লাবে
৭। জাতীয় দিবাস উদযাপন ৪,০০০/= ৫,০০০/= ৮,০০০/=
৮। খেলাধুলা ও সংস্কৃতি ৫,০০০/= ১০,০০০/= ২৮,০০০/=
৯। জরুরী ত্রান
১০। রাজস্ব উদ্ধৃত্ত উন্নয়ন হিসাবে স্থানান্তর
 মোট ব্যয় ( রাজস্ব হিসাব) ১৬,৬৬,৮৫০/= ১৭,৬৯,২০০/= ১৭,২২,৫০০/=
                                                
                                                                
 
 
 
 
 
 
                                                                ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
                                                     উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা।
অংশ ২- উন্নয়ন হিসাব
প্রপ্তি 
আয়
প্রপ্তির বিবরন পূর্ববর্তী  বৎসরের প্রকৃত ব্যায় (২০২০-২০২১) চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট (২০২১-২০২২) পরবর্তী বৎসরের বাজেট (২০২২-২০২৩)
১ ২ ৩ ৪
অনুদান (উন্নয়ন)
ক,   উপজেলা পরিষদ ৭৭,০০,০০০/= ৭৭,৫০,০০০/= ৩৯,৬৯,৫৭০/=
খ.    সরকার ৩৪,৭৯,৪৫০/= ৩৪,৯০,৪৫০/= ৭৫,২০,৪৫০/=
গ.অন্যান্য উৎস্য(যদি থাকে,নির্দিষ্টভাবে উল্লেখ করিতে হইবে)
২। স্বেচ্ছা প্রণোদিত চাঁদা
৩। রাজস্ব উদ্বৃত্ত
মোট প্রাপ্তি (উন্নয়ন হিসাব) ১,১১,৭৯,৪৫০/= ১,১২,৪০,৪৫০/= ১,১৪,৯০,০২০/=
                                                       
                                                   ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
                                                   উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা।
অংশ ২- উন্নয়ন হিসাব ব্যয়
ব্যয়
ব্যয় বিবরণ পূর্ববর্তী  বৎসরের প্রকৃত ব্যায় (২০২০-২০২১) চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট (২০২১-২০২২) পরবর্তী বৎসরের বাজেট (২০২২-২০২৩)
১ ২ ৩ ৪
১। কৃষি ও সেচ ২,৫০,০০০/= ৪,৬০,০০০/= ৩,৬০,০০০/=
২। শিল্প ও কুঠিরশিল্প ১,৫০,০০০/= ৫০,০০০/= ১,৪০,০০০/=
৩। ভৌত অবকাঠমো ৬৫,৪০,০০০/= ৬৬,০০,০০০/= ৭০,৫০,৫০০/=
৪। আর্থ- সামাজিক অবকাঠামো ২,৫০,০০০/= ৩,০০,০০০/= ৩,৭৯,৫২০/=
৫। ক্রীড়া ও সংস্কৃতি ১,৫০,০০০/= ১,৬০,০০০/= ১,৭০,০০০/=
৬। বিবিধ ( নারী উন্নয়ন,বৃক্ষ রোপন, আইন সহায়তা) ২,০০,০০০/= ২০,০০,০০০/= ২,২০,০০০/=
৭। সেবা ১,০০,০০০/= ৫০,০০০/= ৬০,০০০/=
৮। শিক্ষা ১,৫০,০০০/= ১,৭০,০০০/= ২,৬০,০০০/=
৯। স্বাস্থ্য ১,০০,০০০/= ১,২০,০০০/= ১,৬০,০০০/=
১০।  দারিদ্র হ্রাসকাণ ঃ সামাজিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সহায়তা ১৫,৯০,৫০০/= ১৬,৫০,০০০/= ১৬,৬০,০০০/=
১১। পল্লী উন্নয়ন ও সমবায় ১,৫০,০০০/= ১,০০,০০০/= ১,২০,০০০/=
১২। মহিলা, যুব ও শিশু উন্নয়ন ১,৬০,০০০/= ১,৬০,০০০/= ১,৬০,০০০/=
১৩। দূযোগ ব্যবস্থা ও ত্রাণ ৩,৫০,০০০/= ৩,৬০,০০০/= ৪,২০,০০০/=
১৪। সমাপ্তি জের ৬৫,০০০/= ৭০,০০০/= ৮০,০০০/=
১৫।পারস্পরিক শিখন ০ ০ ১,০০,০০০/=
১৬। শিশু, নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠী ০ ০ ১,৫০,০০০/=
মোট ব্যয় ( উন্নয়ন হিসাব) ১,০২,০৫,৫০০/= ১,০৪,৫০,০০০/= ১,১৪,৯০,০২০/=
        
মোট আয়ঃ (আগত জের রাজস্ব-৭০,০০০ + রাজস্ব আয়-১৬,৫২,৫০০ + উন্নয়ন আয়-১,১৪,৯০,০২০)= ১,৩২,১২,৫২০/=
 মোট ব্যয়ঃ (রাজস্ব ব্যয়-১৭,২২,৫০০ + স্থিডু উন্নয়ন-৮০,০০০ + উন্নয়ন ব্যয়-১,১৪,১০,০২০)= ১,৩২,১২,৫২০/=
 
 
 
জালালপুর ইউনিয়নের জনগণের অগ্রাধিকার ভিত্তিক চাহিদা ও উন্নয়ন পরিকল্পনা ২০২২-২০২৩
 
ওয়ার্ড নং-১
ইটের রাস্তা:
  ০ কানাইদিয়া মতি শেখের বাড়ির মোড় হইতে শাহিন গাজীর বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সলিং ।
  ০ কানাইদিয়া মোল্লা পাড়ার মোড় হইতে শিশুতলা পর্যন্ত রাস্তা ইটের সলিং ।
০ কানাইদিয়া জলিল গাজীর বাড়ি হইতে বকুলের বাড়ি  পর্যন্ত রাস্তা  ইটের সলিং ।
ড় কানাইদিয়া জবেদ গাজীর বাড়ি হইতে আনছার গাজীর বাড়ি  পর্যন্ত  রাস্তায় ইটের সলিং ।
ড় কানাইদিয়া পশ্চিম পাড়া বাঁশ তলা হইতে ওমর মাওলানার বাড়ি  পর্যন্ত ইটের সলিং।
 
মাটির রাস্তা:
০কানাইদিয়া বটতলার ঘাট হইতে দরবেশ মোড়লের ঘাট পর্যন্ত মাটি দ্বারা সংস্কার ।
 ০ কানাইদিয় আমজেদ সরদারের বাড়ি হইতে শিশু তলা পর্যন্ত মাটি দ্বারা সংস্কার।
 ০ কানাইদিয়া আজব কারিকরের বাড়ি হইতে মুজিবর কারিকরের বাড়ি পর্যন্ত মাটি দ্বারা সঙস্কার ।
সংস্কার:
  ০ কানাইদিয়া পশ্চিম পাড়া মসজিদ হইতে বলাই এর মোড় পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।
  ০ কানাইদিয়া পশ্চিম পাড়া মোড় হইতে শেখ পাড়া ক্লাব পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।
  ০ কানাইদিয়া শায়রান কারিকরের বাড়ি হইতে মোল্লা পাড়া মোড় পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।
কালভাট/পাইপ:
ড় কানাইদিয়া ওসমান ম্যোরার বাড়ীর সামনে।
ড় কানাইদিয়া বটতলা ঘাটে কালভাট।
ড় কারিকর পাড়া রসুন কারিকরের বাড়ির নিকট ।    ওসমান মোল্যার বাড়ির সামনে।
ড় অনিল পালের দোকান রেখে সুড়ি রাস্তার মুখে।     কানাইদিয়া মতি শেখের বাড়ির সামনে।
ড় মক্তব স্কুল মাঠের উত্তর দিক।     কারিকর পাড়ার আব্দুল্লাাহর বাড়ির পাশে।
খাল খনন:০  দুধের খালের ত্রিমোহনী ক্যানেল খাল খনন। ০সায়রান কারিকার এর বাড়ী হতে মোল্লা বাড়ী  পর্যন্ত ড্রেন খনন। ০ কানাইদিয়া আনসার মোড়লের বাড়ি হইতে কপোতাক্ষ নদী পর্যন্ত।
মাটি ভরাট:
ড় কানাইদিয়া মক্তব মঠে মাটি ভরাট    সরদার পাড়া মসজিদের মাঠ। ০ কানাইদিয়া পশ্চিম পাড়া মসজিদের সামনে মাটি ভরাট ০ কানাইদিয়া মীর পাড়া মসজিদের সামনে ।
গভীর নলক‚প:
      কানাইদিয়া পশ্চিম পাড়া মসজিদের পাশে গভীর নলকুপ স্থাপন।
 
ওয়ার্ড নং-২
ইটের রাস্তা:
ড় কানাইদিয়া পলাশ হালদার শিক্ষকের বাড়ি হতে সত্যেন হালদারের বাড়ি পর্যন্ত ইটের রাস্তাা ০ কানাইদিয়া চানুক্ষ দেবনাথের বাড়ি হতে মিলন দাশের দাশেরবাড়ি পর্যন্ত আটের রাস্তাা
ড় কানাইদিয়া রমেশ দাশের বাড়ি হতে কাদের মওলানার বাড়ি পর্যন্ত।   ০ কানাইদিয়া কনেক দাশে বাড়ি হইতে তপন হালদারের বাড়ি পর্যন্ত ।
ড় কানাইদিয়া কৃষ্ণ সরদারের  বাড়ি হতে বিধান দাশের বাড়ি পর্যন্ত।
মাটির রাস্তা:  ০ কানাইদিয়া দেবব্রত অধিকারীর বাড়ি হতে দিলিপ নাথের  বাড়ী পর্যন্ত।০ কানাইদিয়া রতন দাশের বাড়ি হতে উদয় দাশে বাড়ি পর্যন্ত। ০কানাইদয়া পূর্বপাড়া হরিতলা হইতে তপন হরির বাড়ি পর্যন্ত।
 ০হারতলা মুন্দির হতে আলী ফকিরের বাড়ি পর্যন্ত।
কালভার্ট :
ড় মিলন দেবনাথের  বাড়ীর সামনে।    সন্দীপ হালদার এর জমির পাশে। 
ড় দয়াল মন্ডলের বাড়ীর  সামনে।         শেখ ফিরোজ আহম্মেদ এর বাড়ির সামনে।  
ড় রতন দাস এর বাড়ীর সামনে।
মাটি ভরাট :
ড় কানাইদিয়া  রথখোলা মাঠ ।  
   রথখোলা বাজার মসজিদ মাঠ। 
ড় রথখোলা প্রাথমিক বিদ্যালয় এর মাঠ।     
ডীপ টিউবওয়েল স্থাপন :
ড় বলায়ের মোড় ।     ভোলা পাল এর বাড়ীর সামনে।  
ড় উদয় মন্ডলের বাড়ির সামনে।                      
খাল খনন:
ড় কাদের মাওলানা বাড়ি হতে হাজরা তলার শেষ সীমানা ।    কালা পাহাড়িয়া বিলের খাল। ০ হরিতলা বিলের খাল খনন।
 
ওয়ার্ড নং-৩
ইটের রাস্তা :
ড় কৃষ্ণকাটি আব্দুল মোড়লের বাড়ি হইতে কৃষ্ণকাটি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইটের সলিং ।
ড়   চরকানাইদিয়া সোহরাব শেখের বাড়ির বাড়ির মোড় হইতে ইমামুল শেখের পুকুর পর্যন্ত ইটের সলিং।
   ০ আটঘরা কানাপুকুর হইতে সন্নাসী মন্দির পিচের রাস্তা পর্যন্ত ইটের সলিং।
   ০ চরকানাইদিয়া ফিরাজ গাজীর বাড়ি হতে বিল্লাল সরদারের বাড়ি পর্যন্ত ।
ড় কৃষ্ণকাটি দাশ পুজা ঘর হতে সন্দিপ দাশের বাড়ি পর্যন্ত।
মাটির রাস্তা :
   কৃষ্ণকাটি আহম্মদ মোড়লের বাড়ি হতে বিলের ধার পর্যন্ত। 
   কৃষ্ণকাটি লিয়াকত মোল্যার বাড়ি হইতে চরকানাইদিয়া বিলের ধার পর্যন্ত।
   কৃষ্ণকাটি হাফিজ মোড়লের বাড়ি হইতে কৃষ্ণকাটি বিল পর্যন্ত ।
  ০ আটঘরা বিলের হাজরা তলা হইতে কানাপুকুর পর্যন্ত ।
কালভার্ট :
ড় কৃৃষ্ণকাটি বজলু ডাক্তারের বাড়ির মোড়ে  কালভাট নির্মান।  কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে কালভার্ট ।
ড় মাদ্রাসা সীমানার পাশে।    কৃষ্ণকাটি বিলের মধ্যে ভেড়ীতে কালভার্ট নির্মান।
খাল খনন: 
  কৃষ্ণকাটি কুদুর বটতলা হইতে কাটা খাল পর্যন্ত খাল খনন। 
মাটি ভরাট :
ড় কৃষ্ণকাটি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাট   একলাজ গাজীর বাড়ী হইতে বৈদ্য দাশের বাড়ী পর্যন্ত।
ড় আটঘরা সন্যাসী মন্দির।                                          ০ আটঘরা গাছ তলায়।
সংস্কার :
ড় কৃষ্ণকাটি জামে মসজিদ।    আটঘরা সার্বজনীন দূর্গামন্দির।
ড় চরকানাইদিয়া পূবৃপাড়া জামে মসজিদ।    চরকানাইদিয়া নন্দীপাড়া সার্বজনীন কালি মন্দির।
ড় চরকানাইদিয়া মোড়ল পাড়া জামে  মসজিদ।    কৃষ্ণকাটি দাশপাড়া সার্বজনীন দূর্গা মন্দির।
ডীপ টিউবওয়েল স্থাপন:
ড়   কৃষ্ণকাটি সোহরাব সরদারের বাড়ির সামনে    কৃষ্ণকাটি পূজা মন্দিরে। ০ কৃষ্ণকাটি মসজিদে
পাইলিংঃ ০ কৃষ্ণকাটি আকবর মোড়লের পুকুর পাড়ে।          ০ কৃষ্ণকাটি হাসান ডাক্তারের পুকুওে পাড়ে।
        ০ কৃষ্ণকাটি মোস্তফা মোড়লের পুকুর পাড়ে।            ০ চরকানাইদিয়া দক্ষিন পাড়া হাবিবুর গাজীর পুকুর পাড়ে। ০ চরকানাইদিয়া কানাইলাল বসুর পুকুর পাড়ে। 
 
ওয়ার্ড নং-৪
ইটের রাস্তা:
০জেঠুয়া আবুল ফকিরের বাড়ি হইতে জালাল মোড়লের বাড়ি  পর্যন্ত।                   ০ জেঠুয়া ডালিম গাজীর বাড়ি হইতে মফিজুর গাজীর বাড়ি পর্যন্ত।
০ জেঠুয়া আনন্দ দাশের বাড়ি হইতে সুনীল দাশের বাড়ি  পর্যন্ত।                     ০ জেঠুয়া ওহাব আলী সরদারের বাড়ি হইতে রশিদ মেম্বরের বাড়ি পর্যন্ত।
০ জেঠুয়া পিচ হইতে প্রবীর সরদারের বাড়ি পর্যন্ত।
মাটির রাস্তা:
০জেঠুয়া এরশাদ সরদারের বাড়ি হইতে সিরাজ সরদারের বাড়ি পর্যন্ত।     ০জেঠুয়া ্ শেখ পাড়া তেতুল তলা হতে মজিদ গাজীর জমির মাথা পর্যন্ত।  জেঠুয়া হান্নান গাজীর বাড়ি হতে কামাধন পর্যন্ত। ০ জেঠুয়া নিমাই বিশ^াসের বাড়ি হইতে নদী পর্যন্ত।
 
সংস্কার:
ড় জেঠুয়া লতিফ মোল্লার বাড়ি হইতেমােক্তার সরদারের বাড়ি পর্যন্ত    জেঠুয়া তালেব সরদারের মোড়  হইতে সরদার পাড়া পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।     ০ জেঠুয়া মোল্লা পাড়ার মসজিদ সংস্কার। ০ জেঠুয়া ফকির পাড়া ঈদগাহের ময়দান সংস্কার।০ জেঠুয়া হাজরা পাড়া কালিমন্দির সংস্কার।
মাটি ভরাট:
ড় জেঠুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ বরাট।    ফকিরপাড়া ঈদগাহ ।
ড় জেঠুয়া পূর্বপাড়া সর্বজনীন কালী পূজা মন্ডপ।
কালভার্ট:
 ০ জেঠুয়া আবুল হোসেন গাজীর বাড়ি সংলগ্ন কালভাট নির্মান।     জেঠুয়া ফকির পাড়া মোহর আলী ফকিরের বাড়ি সংলগ্ন। কালভাট নির্মন।                     
খাল খনন: 
ড় জেঠুয়া তালেব সরদারের মোড় হতে সাত্তার সরদারের বাড়ি হয়ে কপোতাক্ষ নদী পর্যন্ত।
ড় ০জেঠুয়া সাত্তার সরদারের বাড়ি হতে তালতলা পর্যন্ত। 
 
 
 
ওয়ার্ড নং-৫
 
ইটের রাস্তা:
ড় নেহালপুর জুবায়ের হোসেনের পুকুর পাড় হইতে সোহরাবের জমির মাথা পর্যন্ত। নেহালপুর পুরাতন মসজিদ হইতে বিলায়েত খানের জমি  পর্যন্ত।
ড় জেঠুয়া ইকবালের বাড়ির সামনে হইতে বাসারের জমি পর্যন্ত।                  ০ নেহালপুর জয়নাল শেখের বাড়ি হতে বাসারাত শেখের বাড়ি পর্যন্ত
মাটির রাস্তা:
    ০ নেহালপুর কামরুল সরদারের বাড়ি হইতে নাসির গাজীর বাড়ি পর্যন্ত। ০ জেঠুয়া সাত্তার শেখের মসজিদ হইতে গফুর সরদারের বাড়ি পর্যন্ত। ০ জেঠুয়া কাচের আলীর বাড়ির পিচের রাস্তা হইতেআজিজুল শেখের বাড়ি পর্যন্ত। ০ নেহালপুর কালাম শেখের বাড়ি হতে পিচের রাস্তা পর্যন্ত। ০ জেঠুয়া সবুর শেখের বাড়ি হইতে সিরাজুলের বাড়ি পর্যন্ত।
কালভার্ট/ পাইপ কালভার্ট:
ড় জেঠুয়া পশ্চিম পাড়া শেখ বাড়ি মসজিদ গিয়াসউদ্দীনের বাড়ির সামনে    জেঠুয়া বিলের অবদায় লুৎফরের জমির মাথায়।
০ জেঠুয়া কাটা খালির খালে।   রাজ্জাক শেখ এরবাড়ীর পাশে রাস্তার উপর।
ড় নেহালপুর প্রাইমারী স্কুলের পাশে পাকা রাস্তার উপর বটতলায়।    জেঠুয়া টেনাথ জোয়াদ্দার এর বাড়ির সামনে গ্রাম প্রতিরক্ষা বাঁধে।
ড় নেহালপুর বটতলার পামে পিচের  রাস্তার উপর।
মাটি ভরাট:
ড় নফর শেখের বাড়ী  হইতে বাচতুল্যা গাজীর বাড়ী পর্যন্ত    গাজী কাসেমের বাড়ী হইতে বছির শেখের ঘাট পর্যন্ত ।
   ০ শরফাতুল্যাহ গাজীর পুকুর হইতে আমজেদের বাড়ী পর্যন্ত।  ০ মোস্তফা গাজীর বাড়ী  হইতে ঈদগাহ হইয়া নদীর ঘাট পর্যন্ত ।  ফুয়াদ এর বাড়ী হইতে সাঈদ গাজীর বাড়ী পর্যন্ত।
সংস্কারঃ
ড় জেঠুয়া পশ্চিম পাড়া পূজা মন্দির    জেঠুয়া মধ্যপাড়া জামে মসজিদ।
ড় নেহালপুর ঋষিপাড়া পূজা মন্ডপ।  ০ জেঠুয়া খেয়াঘাট জামে মসজিদ ০ জেঠুয়া বাজারের কালি মন্দির।
গভীর নলক‚প:
ড় জেঠুয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে।    জেঠুয়া আশরাফ আলী মৌলভী সাহেবের মাজারে।
ড় জেঠুয়া আকুঞ্জী পাড়া ঈদগাহ মাঠে। ০ নেহালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
খাল-খননঃ০ নুরাস খালীর খাল শাহাবুদ্দীন সরদারের বাড়ি পর্যন্ত। ০ গাজীর খাল জেঠুয়া পাল পাশে।
পাইলিং ঃ০ নেহালপুর শাহাদাতের বাড়ির পূর্বপাশের্^ মহসিনের পুকুরে পাইলিং। ০ নেহালপুর মহিউদ্দীনের বাড়ির সামনে ইটের সলিং এর আমজেদের পুকুরে। ০ মৃত ছবুর শেখের পুকুরের পাশে।
ড্রেন নির্মানঃ
ড় জেঠুয়া বাজারের হরসিতের দোকান হইতে কাঁচামাল হাটের উপর দিয়ে গরুর মাংশ বিক্রির হাট পর্যন্ত ড্রেন র্নির্মান।
 
 
 
ওয়ার্ড নং-৬
 
ইটের রাস্তা:
ড় জালালপুর ঘোষপাড়া মন্দিও থেকে অরুন সেনের বাড়ি পর্যন্ত ।
ড় জালালপুর কমিউনিটি ক্লিনিক হতে সোবান গাজীর বাড়ি  পর্যন্ত  ।
ড় জালালপুর মতলেব মোড়লের বাড়ি হইতে মাদ্রাসা পর্যন্ত।
ড় জালালপুর পঞ্চনন তলা হইতে মাদ্রাসা  পর্যন্ত।
ড় আপেল সরদারের বাড়ী হতে হাবিবুর মোড়লের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সলিং। 
মাটির রাস্তা:
ড় জালালপুর অরুন ঘোষের বাড়ি হইতে বিলের ধার পর্যন্ত।  জালালপুর হাসান মোড়লের বাড়ি হইতে ছওকাত মোড়লের বাড়ি পর্যন্ত। ০ জালালপুর হরেকৃষ্ণ দাশের জমি হতে বিলের ধার পর্যন্ত।  জালালপুর জুবান মোড়লের বাড়ী হতে আলাউল মোড়লের বাড়ী পর্যন্ত।
ড় জালালপুর গোবিন্দ সিংহের বাড়ী হতে মোহাম¥াদ মোড়লের বাড়ী পর্যন্ত
কালভার্ট:
০ জালালপুর বরুন ঘোষের জমির মাথায় কালভার্ট।    জালালপুর পরিতোষ দাশের জমির মাথায় কালভার্ট।
ড় বলদেব রাহার বাড়ির পিছনে ।       নির্মল ঘোষের বাড়ির পিছনে।
ড় দুলাল ঘোষের জমির মাথায়।    মোড়ল পাড়া রজব মুহুরীর বাড়ির পাশে।
০ ঠাকুর বাড়ির কালীতলার সামনে  ।
মসজিদ/মন্দির উন্নয়ন
ড় মোড়ল পাড়া মাদ্রাসার উন্নয়ন ।    কারিকর পাড়া জামে মসজিদ উন্নয়ন।
ড় জালালপুর সার্ব জনীন উন্নয়ন।        ঘোষপাড়া কালী মন্দির উন্নয়ন।
০ জালালপুর মালোপাড়া পুজা মন্ডপ।
ড় মোড়ল পাড়া পাঞ্জাখানা মসজিদে উন্নয়ন ।  
খালখনন: ০ জালালপুর  ¯øøুইস গেট হতে গঞ্জের মাথা হয়ে ঋশীপাড়ার গেট পর্যন্ত।     ০  গঞ্জের মাথা বিল হতে কদমতলা গেট পর্যনÍ খালখনন। ০ ইউনিয়ন পরিষদ হতে বিকাশ দাশের বাড়ী পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।
ডীপ টিউবওয়েল:
ড় জালালপুর ঘোষ পাড়া কালী মন্দির।      কারিকর পাড়া জামে মসজিদ।
ড় জালালপুর সোনালী মেম্বার এর বাড়ির পাশে দূর্গা মন্দিরে।       ০ মোড়ল পাড়া জামে মসজিদে।
 
সংস্কার:
ড় পঞ্চানন তলার মোড় হতে পরিমল ঘোষের বাড়ী  পর্যন্ত ইটের সলিং সংস্কার।  ০ জালালপুর বৈরাগী পাড়া মোড় হতে মোড়ল পাড়া বটতলা পর্যন্ত ইটের সলিং সংস্কার। ০ ইউনিয়ন পরিষদ হতে বিকাশ দাশের বাড়ি পর্যন্ত ইটের সলিং সংস্কার।
  ০ জালালপুর কারিকর পাড়া মসজিদ।  ০ জালালপুর মোড়ল পাড়া মসজিদ।০জালারপুর মোড়লপাড়া পাঞ্জাগানায়।
বিশেষ কাজঃ ভ’মিহীন ও হতদরিদ্রদের জন্য কপোতাক্ষ নদের ধারে কবর স্থান নির্মান।
 
ওয়ার্ড নং-৭
ইটের রাস্তা:
ড় আমড়াডাংগা  খলিল শেখের বাড়ি হইতে বিল পর্যন্ত ইটের সলিং।     শ্রমন্তকাটি মানিক কাগুচির বাড়ি হইতে মান্দার মোড়লের বাড়ি পর্যন্ত।
ড় শ্রীমন্তকাটি চিত্ত মাষ্টারের বড়ি হইতে কোমল সাধুর বাড়ি পর্যন্ত।                  ০শ্রীমন্তকাটি আনন্দ কমৃকারের বাড়ি হইতে মনি মোহন কমৃকারের বাড়ি পর্যন্ত।   ০ শ্রীমন্তকাটি ডিসি রোডের পিচ থেকে আবু বক্কর মোড়লের বাড়ি পর্যন্ত  ০  আমড়াডাঙ্গা রবিউল শেখের বাড়ির পিছন থেকে ইটের রাস্তার মাথা পর্যন্ত। ০ শ্রীমন্তকাটি মুনতাজ ডাক্তারের বাড়ি হইতে মোজাম সানার বাড়ি পর্যন্ত।
ড় মাটির রা¯তা:
ড় আমড়াডাংগা মাজেতের বাড়ি হইতে ইসমাইল মোলড়ের বাড়ি পর্যন্ত।    ০ শ্রীমন্তকাটি মনিরুল দফাদারের বাড়ি হইতে হাবিবুর ফকিরের বাড়ি পর্যন্ত।
ড় শ্রীমন্তকাটি রেজাউল সরদারের বাড়ি হইতে সাহিদা গেমের বাড়ি  পর্যন্ত    শ্রীমন্তকাটি আনার মোড়লের বাড়ি হইতে সফিয়ার মোড়লের বাড়ী পর্যন্ত।
ড় শ্রীমন্তকাটি শাহিন মোড়লের বাড়ি হইতে আবুল জোয়াদ্দারের বাড়ি পর্যন্ত।
  কালভার্ট:
ড় শ্রীমন্তকাটি খেয়াঘাট রোডের পাশে কালভার্ট ।    শ্রীমন্তকাটি জোয়াদ্দার বাড়ির পাশে কালভার্ট ।
ড় শ্রীমন্তকাটি সরদারপাড়া ঈদগাহার সামনে। ০ শ্রীমন্তকাটি শাহিদার বাড়ির পাশে কালভার্ট।
ড় শ্রীন্তকাটি লতিফ মোড়লের বাড়ির সামনে।    শ্রীমন্তকাটি তোফাজ্জেল গাজীর বাড়ির সামনে।
খাল খনন :
ড় শ্রীমন্তকাটি আবুল গোলদারের বেড় হতে শ্রীমন্তকাটি শেষ সীমানা পর্যন্ত      শ্রীমন্তকাটি বাক্কার সরদারের বাড়ি হতে  কপোতাক্ষ নদী পর্যন্ত।  
ড় শ্রীমন্তকাটি মজিদ শেখের জমি হইতে বড় খাল পর্যন্ত।
   সংস্কার:
ড় শ্রীমন্তকাটি বক্স মোড়লের বাড়ি হইতে হাজী জব্বারের বাড়ি পর্যন্ত।    শ্রীমন্তকাটি পুরাতন বাজার পাঞ্জেগানা মসজিদ। ০ শ্রীমন্তকাটি সরদার পাড়া জামে মসজিদ সংস্কার। ০ শ্রীমন্তকাটি মোড়লপাড়া মসনজিদ সংস্কার।
ড় শ্রীমন্তকাটি উত্তর পাড়া মসজিদে।    শ্রীমন্তকাটি রিশি পাড়া পূজা মন্ডপ।
ড় আমড়াডাংগা মসজিদ ।   ০ শ্রীমন্তকাটি মালোপাড়া মসজিদ সংস্কার।
মাটি ভরাটঃ
ড় শ্রীমন্তকাটি সরকারী প্রাইমারী স্কুলের  মাঠে মাটি ভরাট।    সানরাইজ স্কুলের সামনে গর্ত ভরাট।
ড় শ্রীমন্তকাটি পুরাতন বাজারে মাটি ভরাট।                   ০আমড়াডাঙ্গা পুরাতন বাজারে মাটি ভরাট।
নলকুপ স্থাপন:
ড় শ্রীমন্তকাটি পূজা মন্ডপে।    শ্রীমন্তকাটী বাজারে ।
ড় দোহার কমিউনিটি ক্লিনিকের পাশে।
 
ওয়ার্ড নং-৮
ইটের রাস্তা:
ড় দোহার আমজেদ গাজীর বাড়ী হইতে খোরশেদ আলম শেখের  বাড়ি পর্যন্ত।  দোহার পল্লীস্মৃতি মোড় হইতে রিশি পাড়া পর্যন্ত।
ড় দোহার করিম শেখের বাড়ি হইতে বিল ধার পর্যন্ত।    ০ দোহার পুর্বপাড়া প্রাইমারী স্কুল হইতেষায়রুল শেখের বাড়ি পর্যন্ত।
  দোহার পূজামন্ডব হইতে  আশুতোষের বাড়ি পর্যন্ত। ০ দোহার মেইন রাস্তা হইতে বারিক সরদারের বাড়ি পর্যন্ত।
মাটির রাস্তা :
০ দোহার আমজেদ শেখের জমির মাথা হইতে হিমখালী পর্যন্ত । ০  দোহার বাবলু সরদারের বাড়ির মুখ হইতে হরেন্দ্র চক পর্যন্ত।
ড় সাতপাকিয়া ফুলতলা হইতে সরনখালি পর্যন্ত।    সাতপাকিয়া প্রাইমারী স্কুল হতে আবুল মোড়লের বাড়ী পর্যন্ত । ০ দোহার পূজা মন্ডপ হতে অজিত দাশের বাগান  পর্যন্ত। 
মাটির ভরাট :
ড় দোহার আমজেদ শেখের জমির মাথা হইতে হিমখালী পর্যন্ত।    গৌতমকাটি বিদ্যালয়ের মাঠ ।
ড় সাতপাকিয়া রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।    দোহার ঈদগাহের মাঠ। 
   দোহার দক্ষিন পাড়া বেসরকারী প্রাই: বিদ্যালয়ের মাঠ        ০দোহার দক্ষিন পাড়া জামে মসজিদের সামনে ।
কালভার্ট:
ড় দোহার সরদার বাড়ির রিয়াজউদ্দীন সরদারের বাড়ির পাশে।    দোহার কাজেম মোড়লের বাড়ির পাশে।
   গৌতমকাটি মাহবুব সরদারের বাড়ির পাশে।
০ দোহার নিতাই দাশের বাড়ির  পাশে। ০ গৌতমকাটি হাসানের বাড়ির রাস্তায়।
সংস্কার:
ড় দোহার পূজামন্ডব হইতে বটতলা পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।    দোহার শেখ পাড়া জামে মসজিদ সংস্কার।
ড় দোহার দক্ষিন পাড়া জামে মসজিদ। ০ দোহার উত্তর পাড়া জামে মসজিদ। ০ সাতপাকিয়াপূবৃপাড়া জামে মসজিদ।
ড় সাতপাকিয়া পশ্চিম পাড়া জামে মসনজিদ।
 
পুকুর ফিল্টার তৈরী: ঋষি পাড়ায় বিপ্লবের পুকুরে  পানির ফিল্টার।
খাল খনন: দোহার ঝিলের গোড়ার মুখ হইতে হুগøাবনের চক পর্যন্ত।
 
ওয়ার্ড নং-৯
ইটের রাস্তা:
ড় দোহার তোমর গাজীর বাড়ি হইতে আজিজুর মোড়লের বাড়ি পর্যন্ত।
০দোহার রবিউল মোড়লেরর বাড়ি হইতে খলিল সানার বাড়ি পর্যন্ত।
ড় দোহার ময়নুর শেেেখর বাড়ি হইতে আনোয়ার গোলদারের বাড়ি পর্যন্ত ।
০ আটুলিয়া মেইন রাস্তা হইতে হাকিম মোড়লের বাড়ি পর্যন্ত ।
ড় গলাভাঙ্গা মসজিদ হইতে সবুর শেখের বাড়ি পর্যন্ত ।
মাটির রাস্তা:
ড় আটুলিয়া পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফিছন থেকে মৃত শফী মোড়লের বাড়ি পর্যন্ত।
ড় দোহার কামরুল সানার বাড়ি হইতে কঁকড়া বুনি পর্যন্ত।
০আটুলিয়া অধির মন্ডলের বোরিং হইতে দোয়ানি অবদা পর্যন্ত ।
ড় আটুলিয়া কদমতলা গেট হইতে শিবের বাড়ি পর্যন্ত।
ড় দোহার গেট হইতে হরিখালি পর্যন্ত।
কালভার্ট:
ড় আটুলিয়া উত্তর বিলের খালের মাথায় কালভার্ট।
ড় দোহার খালের মুখে কালভার্ট।  দোহার গৌতম রায়ের বাড়ীর সামনে।।
ড় দোহার বাবলু গোলদারের বাড়ির সামনে।     দোহার হুগলা বুনিয়া খালে কালভার্ট।
সংস্কার :
ড় আটুলিয়া উত্তর পাড়া মসজিদ   ০   দোহার গোরদার বাড়ীর জামে মসজিদ০ দোহার শেখের পাড়া মসজিদ সংস্কার।
মাটি ভরাট:
ড় দোহার-আটুলিয়া ঈদগাহ, পুকুর ও স্কুলের মাঠ ভরাট      দোহার দক্ষিন পাড়া প্রাইমারী  স্কুল মাঠ ০ দোহার শেখের বাড়ি মসজিদেও দক্ষিন পূর্ব পাশে  ০গোলা ভাঙ্গা বাজার মসজিদের মাঠ ০ আটুলিয়া বাজার সংলগ্ন মাট ভরাট।
গভীর নলকুপ: আটুলিয়া বাজারে   ০ দোহার মালেক গোলদার এর বাড়ীর সামনে।
খাল খনন:  ০  দোহার কদমতলা হইতে উত্তর বিলের ভিতর দিয়ে দোয়ানি খাল পর্যন্ত।
               ০আটুলিয়া পূর্ব বিলের সুইচ গেট হইতে কদম তলা খাল পর্যন্ত।
বাংলাদেশ  সরকার এবং ইউনিসেফ  যৌথভাবে পরিচালিত   কর্মসূচীর  মাধ্যমে শিশুদের উন্নয়নে জালালপুর ইউনিয়নের  ৯টি  ওয়ার্ডের জনগনের  অগ্রাধিকার  চাহিদার ভিত্তিতে  পরিকল্পনা গ্রহন।
 
১। ৯ টি ওয়ার্ডে ৯টি হাত ধোয়া প্রদর্শনী।
২। ৯ টি ওয়ার্ডে ৯ টি ব্রেস্ট ফিডিং এর কলা কৌশল শেখানো।
৩। ০ থেকে ৪৫ দিনের শিশুর জন্ম নিবন্ধনের জন্য ৯টি ওয়ার্ডে মাইকিং করা।
৪। ক্ষুদে ডাক্তারের প্রশিক্ষন।
৫। প্রাথমিক বিদ্যালয়ে উপকরন বিতারন।
৬। স্বাস্থ্যসেবা বিষয়ে বিলবোর্ড বা তথ্য বোর্ড স্থাপন।
৭। স্বাস্থ্যসেবা কেন্দ্র উপকরন বিতারন।
৮। কিশোরী  ক্লাব প্রতিষ্ঠা করা।
৯। বাল্য বিবাহ রোধে র‌্যালি ও আলোচনা করা।
১০। গর্ভবতী নারীদেও প্রশিক্ষন।
১১। স্বাস্থ্যসেবা বিষয়ে উঠান বৈঠক।
১২। দূর্যোগ কালীন  ও দুর্যোগ পরবর্তী শিশুদেও প্রয়োজনীয় শিশু খাদ্য ও ঔষধ বিতারন।
১৩।  ৯টি ওয়ার্ডে  যে সকল শিশুর পরিবার দরিদ্র বা ঝুঁকিপূর্ন সে সকল পরিবারকে সামাজিক সুরক্ষা সেবা দেওয়া।
 
                               ট্যাক্স আদায়ে গৃহীত উদ্দেশ্য
ইউনিয়ন পরিষদের স্থানীয় আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে গৃহ জমির উপর ধার্য্যকৃত ট্যাক্স। বিগত সময়গুলিতে ইউনিয়ন পরিষদ ধার্য্যকৃত ট্যাক্স আদায় করতে পারেনি জনগণের ট্যাক্স প্রদান না করার মানসিকতা এবং জনপ্রতিনিধিদের ভোট হারানোর ভয়। তাছাড়া সাধারণ জনগণ ট্যাক্স প্রদান করার গুরুত্ব অনুভব করতে না পারায় ট্যাক্স প্রদান করার সংস্কৃতি জনগণের মধ্যে গড়ে ওঠেনি। নিয়মিত ট্যাক্স প্রদান করলে স্থানীয় সরকার জাতীয় সরকারের অনুদানের পাশাপাশি স্থানীয় সরকারের টাকায় এলাকায় ব্যাপক উন্নয়ন তরান্বিত করা সম্ভব। ট্যাক্সের টাকায় প্রদান করলে একদিকে যেমন নাগরিক সেবা নিশ্চিত হয়, অপরদিকে এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহয়তা করে। ট্যাক্স আদায় কম হওয়ার ফলে যে কোন উন্নয়নমূলক কাজের জন্য মূলতঃ কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী বা নির্ভরশীল হয়ে থাকতে হয়। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের স্থানীয় ট্যাক্স সংগ্রহের বিশেষ নির্দেশনা রয়েছে। নাগরিক সেবা নিশ্চিত করতে চলতি অর্থ বছরে অত্র ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জাতীয় সরকারের নির্দেশনার আলোকে অত্র ইউনিয়নের প্রতিটি বাড়িতে, বাড়ি নম্বর, ওয়ার্ড নম্বর, রাস্তা নম্বর সম্বলিত হোল্ডিং প্লেট স্থাপনের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ট্যাক্স মেলার মাধ্যমেও ট্যাক্স সংগ্রহ করে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। এ বছরে প্রতিটি নাগরিকের কাছে ট্যাক্স কার্ড প্রদান করা হবে এবং তথ্য সরবরাহের জন্য বিশেষ ¯িøপ প্রদান করা হবে। তাই চলতি বছর ইউনিয়ন পরিষদ অধিক পরিমান ট্যাক্স আদায় করতে সক্ষম হবে যা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদের সকল জনগণকে ট্যাক্স প্রদান করে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে শরীক থাকার জন্য  বিশেষভাবে অনুরোধ রইল ।
 
 
 
                                                                                       ধন্যবাদান্তে
                                                                                 
 
                                                                                             মোঃ আতিয়ার রহমান
        ইউপি সচিব
                                                                                 ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
       তালা, সাতক্ষীরা।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 উপজেলা চেয়ারম্যানের বাণী
 
 
 
 
সুপ্রিয় জালালপুর ইউনিয়নবাসী,
 
তালা উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি।
 
স্থানীয় সরকার ব্যবস্থায় তৃনমূলের প্রতিষ্ঠান হিসাবে ইউনিয়ন পরিষদ শুরু থেকে নিরবিচ্ছিন্নভাবে তৃনমূল জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে আসছে এবং জনগণের আশ্রয়স্থল হিসাবে পরিচিত হয়েছে। এই প্রতিষ্ঠানের সকল কাজে জনগণের অংশগ্রহন ও অংশীদারিত্ব নিশ্চিত করতে পারলেই জনগণের প্রকৃত ভাগ্য উন্নয়ন সম্ভব আর স্থানীয় সরকার তার লক্ষ্য অর্জন করতে পারবে। জাতীয় সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন আর তৃনমূল পর্যায়ের জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে স্থানীয় সরকারের বিকল্প নেই।
 
জালালপুর ইউনিয়ন পরিষদ বিগত ২০০৪ সাল থেকে জনগণের অংশগ্রহন  ও অংশদারিত্ব নিশ্চিত করার জন্য প্রকাশ্য বাজেট অধিবেশন করে আসছে, ওয়ার্ড সভার মাধ্যমে জনগণের অগ্রাধিকার ভিত্তিক চাহিদা যাচাই করছে, পঞ্চবাষির্কী পরিকল্পনা তৈরী করেছে এবং ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক বাজেট অধিবেশনের আয়োজন করেছে। সেজন্য জালালপুর ইউনিয়ন পরিষদকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। 
 
আমি বিশ্বাস করি এভাবে সকল কাজে জনগণের মতামত গ্রহন করতে পারলে তৃনমূলে সুশাসনের চর্চা নিশ্চিত হবে আর তা আমাদের কাঙ্খিত বাংলাদেশ গড়তে সহায়তা করবে আর স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং শক্তিশালী করবে।
 
এধরনের সাহসী কাজে দীর্ঘদিন ধরে অংশগ্রহন করার জন্য জালালপুর ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি।
 
ইউনিয়নের সকলের মঙ্গল ও উন্নয়ন কামনা করে ধন্যবাদ জানাচ্ছি।
 
 
গভীর আন্তরিকতায়
 
 
 
ঘোষ সনৎ কুমার
চেয়ারম্যান         
 
 
 
 
উপজেলা নির্বাহী অফিসারের বাণী
 
 
প্রিয় ইউনিয়নবাসী
 
 
জালালপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। ২০০৪ সাল থেকে জালালপুর ইউনিয়ন পরিষদ প্রকাশ্য বাজেট ঘোষনার ব্যবস্থা করে আসছে। তারা ওয়ার্ড সভার মাধ্যমে এবং জনগণের মতামতের ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আসছে এবং  ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রকাশিতব্য প্রকাশ্য বাজেট জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে এবং ভাগ্য উন্নয়নে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
 
আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জালালপুর ইউনিয়ন পরিষদের এই বাজেট উপস্থাপনে যারা সক্রিয় সহযোগিতা করেছেন ।
 
তালা উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে রইলো আমার আন্তরিক শুভেচ্ছা।
  
                                                                                             প্রশান্ত কুমার বিশ^াস
                                                                                  উপজেলা নির্বাহী অফিসার
                                                                                      তালা, সাতক্ষীরা।
 
 
 
 
 
 
 
বিসমিল্লাহির রহমানির রহিম।
   চেয়ারম্যানের কিছু কথা
 
 
 
 
 
 
 
 
সুপ্রিয় ইউনিয়নবাসী,
 
সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী ১১ নং জালালপুর ইউনিয়নে বিগত সময় কালে যে সমস্ত মহান ব্যক্তিবর্গ প্রেসিডেন্ট ও চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে ইউনিয়নে সুষ্ঠ নেতৃত্ব দান করেছেন বা পদে অধিষ্ঠিত থাকা কালীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করছি এবং তাদের বিদেয়ী আত্মার প্রতি মহান আল্লাহতালার কাছে মাগফিরাত কামনা করছি।
 
২০১১ সালের ৩রা এপ্রিল তারিখে একটি নির্দলীয় নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়নবাসী তােেদর মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন । ২০১৬ সালের ২ রা মার্চ এবং ২০২২ সালের ২০ শে সেপ্টেম্বর বিপুল পরিমান মুল্যবান ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করেন। সে জন্য তাদেরকে জানাই আমার হৃদয় উৎসারিত একরাশ প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তারা যে আশা আকাঙ্খা নিয়ে ইউনিয়নের গুরু দায়িত্ব আমার উপর অর্পন করেছেন তার জন্য আমি আমার মন, মনন, মেধা, শ্রম, নিষ্ঠা, দক্ষতা ও ঐকান্তিক নিরলস প্রচেষ্টা দিয়ে ইউনিয়ন বাসীর আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি, পানি নিষ্কাশন, শিক্ষ-সংস্কৃতি, চিকিৎসা, বাসস্থান সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাব। কারণ আমি বিশ্বাস করি-জনগনের দেয়া দায়িত্ব পালনে আছে এক বিরল সম্মান ও সাফল্য এবং ইহা বয়ে আনতে পারে পরম আত্মতৃপ্তি এবং অনাবিল আনন্দ।
 
সস্মানিত ইউনিয়ন বাসীর নিকট আমার দাবী সকল দলমত নির্বিশেষে আমাকে সহযোগীতা করবেন। তাহলে সঠিক সময়ে সঠিক ভাবে সময়ের সদ্ব্যবহার করলে জনগনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারব বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ সেটাই হবে আমাদের সকলের জন্যে স্বর্ণোজ্জ্বল সাফল্য।
 
কপোতাক্ষ তীরবর্তী এই ইউনিয়ন প্রতি বছর বন্যা আক্রান্ত হয়। গত বছর আমাদের ইউনিয়নও মারাত্মক ভাবে বন্যা আক্রান্ত হয়। সরকারী এবং বেসরকারী নানাবিধ উদ্যোগ এবং সহযোগিতায় আমরা সে সমস্যা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সে সময়ে যারা আমাদের পাশে  এসে দাঁড়িয়েছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছ্।ি সবচেয়ে বেশী ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাদেরকে ধৈর্য্য ধারণ করে এই সমস্যা মোকাবেলা করতে সাহস যুগিয়েছেন। আমার ইউনিয়নের জনগণও অসীম ধৈর্য্য সহকারে এই সকল সমস্যা মোকাবেলা করেছেন এবং ইউনিয়ন পরিষদ তার ক্ষুদ্র সমার্থ্য দিয়ে যেটুকু সহযোগিতা করতে পেরেছে সেই কাজে সহযোগিতা করেছে। 
 
একটি শক্তিশালী, আদর্শ ও কার্যকর ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি প্রতিশ্রুতি বদ্ধ। এ কারনে আগামী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য জনগনের উপস্থিতিতে প্রকাশ্যে বাজেট অধিবেশন করতে চাই।
 
সকলের শুভ কামনায়- আল্লাহ হাফেজ।
                                                                                             গভীর আন্তরিকতায়
 
                                                                                                  
                                                                                                                                                           
এম মফিদুল হক (লিটু)
চেয়ারম্যান
১১নং জালালপুর ইউনিয়ন পরিষদ
তালা, সাতক্ষীরা।
 
 
এক নজরে জালালপুর ইউনিয়ন
 
অবস্থান ও সীমানা ঃ পূর্ব দিকে কপোতাক্ষ নদ, উত্তর ও পশ্চিমে মাগুরা ইউনিয়ন এবং দক্ষিনে খেসরা ইউনিয়ন। আয়তন ঃ ২৪.১০ বর্গকিলোমিটার। প্রতিষ্ঠা কাল ঃ ১৯৬০ সাল ইং। মোট জনসংখ্যা ঃ ৩৬৬৯০ জন, পুরুষ : ২০৮১৬ জন, মহিলা : ১৫৮৭৪ জন। গ্রাম ঃ ১৩টি। শিক্ষা প্রতিষ্ঠান ঃ মোট ৩৪টি। মৌজা ঃ ১২টি। হাট বাজার ঃ ৬টি। ভুমি অফিস ঃ ১টি। পোষ্ট অফিস ঃ ৩টি। রেজি: ক্লাব ঃ ৬টি। মসজিদ ঃ ৪৪টি। মন্দির ঃ ১৩টি। পাঠাগার ঃ ২টি। খেলার মাঠ ঃ ৭টি । পরিবার সংখ্যা: ৬৬১৪ ।বয়স্ক ভাতা ঃ৮০০।বিধবা ভাতা ঃ৩৩৫।মুক্তিযোদ্ধা ভাতাঃ৪৬।প্রতিবন্ধি ভাতাঃ ২১৪। ভিজিডি ঃ ১৭০।প্রাথমিক বিদ্যালয়ঃ ১৭। মাধ্যমিক বিদ্যালয়ঃ ৫। মাদ্রাসাঃ ১১। এতিমখানাঃ ৫।
 
জালালপুর ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ :
ক্রম নাম গ্রাম পদবী
১ স্বর্গীয় বঙ্কিম চন্দ্র হালদার জালালপুর প্রেসিডেন্ট
২ মরহুম দলিলদ্দীন শেখ দোহার প্রেসিডেন্ট
৩ স্বর্গীয় রাস বিহারী দাস দোহার প্রেসিডেন্ট
৪ স্বর্গীয় তারকনাথ মুখার্জী জালালপুর প্রেসিডেন্ট
৫ জনাব শেখ আব্দুল মালেক জেঠুয়া প্রেসিডেন্ট
৬ জনাব মফিজউদ্দিন মোড়ল কানাইদিয়া প্রেসিডেন্ট
৭ জনাব কাশেম আলী ফকির শ্রীমন্তকাঠি চেয়ারম্যান
৮ জনাব আঃ করিম মোড়ল (বি. এ.) শ্রীমন্তকাঠি চেয়ারম্যান
৯ জনাব আঃ করিম মোড়ল জালালপুর চেয়ারম্যান
১০ জনাব শেখ কামরুল ইসলাম জেঠূয়া চেয়ারম্যান
১১ জনাব গোলদার আকরাম হোসেন শ্রীমন্তকাঠি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
১২ জনাব আঃ করিম মোড়ল জালালপুর চেয়ারম্যান
১৩ জনাব আঃ রশিদ মোড়ল কৃষ্ণকাঠি চেয়ারম্যান
১৪ জনাব আঃ করিম মোড়ল জালালপুর চেয়ারম্যান
১৫ জনাব ফকির শাহাদৎ হোসেন শ্রীমন্তকাঠি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
১৬ জনাব সরদার রফিকুল ইসলাম কৃষ্ণকাঠি চেয়ারম্যান
১৭ জনাব সরদার রফিকুল ইসলাম কৃষ্ণকাঠি চেয়ারম্যান
১৮ এম মফিদুল হক (লিটু )    কৃষ্ণকাঠি চেয়ারম্যান
১৯ এম মফিদুল হক (লিটু)            কৃষ্ণকাটি            চেয়ারম্যান
 
জালালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান নির্বাচিত সদস্যবৃন্দ :
১. জনাব এম মফিদুল হক (লিটু) চেয়ারম্যান ১১ নং জালালপুর ইউ,পি ০১৭১২২৫০০৯৩
২. জনাবা হেনা বেগম সদস্যা ১, ২, ৩ নং ওয়ার্ড                  ০১৭৪১৪২২৩৮২
৩. জনাবা বিউটি আক্তার সদস্যা ৪, ৫, ৬ নং ওয়ার্ড                  ০১৭৯৫৫৯৭৬৬৮
৪.   জনাবা ফিরোজা খাতুন সদস্যা ৭, ৮, ৯ নং ওয়ার্ড                  ০১৭২৫৩১৮৭৫৬
৫. জনাব  আনারুল ইসলাম সদস্য ০১ নং ওয়ার্ড                         ০১৭৩৫৩৭১৭৩৯
৬.  জনাব কালিদাশ অধিকারী সদস্য ০২ নং ওয়ার্ড                        ০১৭১১৪৫৮৫৮৯
৭. জনাব  মোঃ আমজাদ হোসেন সদস্য ০৩ নং ওয়ার্ড                        ০১৭৫৩০১৭৫৪৭
৮. জনাব শেখ আঃ রশিদ সদস্য ০৪ নং ওয়ার্ড                        ০১৭৩৭১৩৪৫৯৪
৯. জনাব শেখ আব্দুল কাইম সদস্য ০৫ নং ওয়ার্ড                        ০১৭১০০২৯১৮৫
১০. জনাবা রমা রানী ঘোষ সদস্য ০৬ নং ওয়ার্ড                        ০১৭২৪৮৪৯৫০২
১১. জনাব মোঃ কামরুল ইসলাম সদস্য ০৭ নং ওয়ার্ড                         ০১৭৭৬৫৬১০০০
১২. জনাব শেখ আব্দুর রাজ্জাক সদস্য ০৮ নং ওয়ার্ড                        ০১৭৪৫৭০৪৫১৭
১৩. জনাব মোঃ রফিকুল সানা সদস্য ০৯ নং ওয়ার্ড                        ০১৭৪৭০৮৬৮০৯
 
মোঃ আতিয়ার রহমান : ইউপি সচিব, ১১ নং জালালপুর ইউ,পি মোবাইল নং-০১৭২৭০৩৯৬৯৬
 
 
 
ইউপি’র বার্ষিক বাজেট
১১নং জালালপুর ইউনিয়ন পরিষদ (এলজিডি আইডি ২৮৭৯০২৩), উপজেলা- তালা, জেলা- সাতক্ষীরা, অর্থ বছর ২০২২-২০২৩
                                                  ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
                                       উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা।                                বাজেট ফরম“ক’
                                           অর্থবছরঃ-২০২২-২০২৩                                      [বিধি ৩(২) দ্রষ্টব্য]
বাজেট সার-সংক্ষেপ
আয়
বিবরন পূর্ববর্তী  বৎসরের প্রকৃত ব্যায় (২০২০-২০২১) চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট (২০২১-২০২২) পরবর্তী বৎসরের বাজেট (২০২২-২০২৩)
অংশ-১ রাজস্ব হিসাব প্রাপ্তি
        রাজস্ব ৮,২২,০০০/= ৮,৪৭,০০০/= ১৬,৫২,৫০০/=
অনুদান
মোট প্রাপ্তি ৮,২২,০০০/= ৮,৪৭,০০০/= ১৬,৫২,৫০০/=
বাদ রাজস্ব ব্যয় ১৬,৬৬,৮৫০/= ১৭,৬৯,২০০/= ১৭,২২.৫০০/=
রাজস্ব উদ্বৃত্ত/ঘাটতি (ক) -৮,৪৪,৮৫০/= -৯,২২,২০০/= -৭০,০০০/=
অংশ-২ উন্নয়ন হিসাব
উন্নয়ন অনুদান ১,১১,৮৯,৪৫০/= ১,১২,৪০,৪৫০/= ১,১৪,৯০,০২০/=
অন্যান্য অনুদান ও চাঁদা
মোট (খ) ১,১১,৮৯,৪৫০/= ১,১২,৪০,৪৫০/= ১,১৪,৯০,০২০/=
মোট প্রাপ্ত সম্পদ(ক+খ) ১,০০,৮৮,৫০৬/= ৭,৯০,৪৫০/= ১,১৪,২০,০২০/=
বাদ উন্নয়ন ব্যয় ১,০২,০৫,৫০০/= ১,০৪,৫০,০০০/= ১,১৪,১০,০২০/=
সার্বিক বাজেট উদ্বৃত্ত/ঘাটতি -৮৯,৯৭২/= -৯,৮৩,৯৫০/= ১০,০০০/=
যোগ প্রারম্ভিক জের (১জুলাই) ৮৯,৯৭২/= ৯,৮৩,৯৫০/= ৭০,০০০/=
সমাপ্তি জের ০ ০ ৮০,০০০/=
                                       
                                          ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
                                       উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা।              ইউনিয়ন পরিষদ বাজেট ফরম“খ’
                                            অর্থবছরঃ-২০২২-২০২৩          [বিধি ৩(২) এবং আইনের চতুর্থ তফসিল দ্রষ্টব্য]
                                                          অংশ-১-রাজস্ব হিসাব
                                                                  প্রাপ্ত আয়
আয়
প্রাপ্তির বিবরন পূর্ববর্তী  বৎসরের প্রকৃত ব্যায় (২০২০-২০২১) চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট (২০২১-২০২২) পরবর্তী বৎসরের বাজেট (২০২২-২০২৩)
১ ২ ৩ ৪
কর ও রেট ২,৬০,০০০/= ২,৭০,০০০/= ৩,৭০,০০০/=
ইজারা ২,৮০,০০০/= ২,৮৫,০০০/= ২,৯০,০০০/=
যানবহন(মটরযান ব্যতীত)
নিব›দ্ধন কর
লাইসেন্স ও পারমিট ফি ৯০,০০০/= ৯০,০০০/= ৮০,০০০/=
জন্মনিব›দ্ধন ফি ৪০,০০০/= ৪০,০০০/= ১,২০,০০০/=
গ্রাম আদালত ২,০০০/= ২,০০০/= ২,৫০০/=
স্থাবর সম্পত্তি হস্তান্তর কর - - ৬,৪০,০০০/=
অন্যান্য ১,৫০,০০০/= ১,৬০,০০০/= ১,৫০,০০০/=
মোট ৮,২২,০০০/= ৮,৪৭,০০০/= ১৬,৫২,৫০০/=
                                                  
 
 
                                                 ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
                                                  উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা।
অংশ ১- রাজস্ব হিসাব
ব্যায়ের খাত পূর্ববর্তী  বৎসরের প্রকৃত ব্যায় (২০২০-২০২১) চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট (২০২১-২০২২) পরবর্তী বৎসরের বাজেট (২০২২-২০২৩)
১ ২ ৩ ৪
১। সাধারণ সংস্থাপনা/ প্রতিষ্ঠানিক
ক. সম্মানী/ ভাতা ৬,৯৯,৬০০/= ৬,৯৯,৬০০/= ৬,৯৯,৬০০/=
খ. কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদি ৮,০০,৪৫০/= ৮,৫০,৩০০/= ৫,০৮,৫০০/=
(১) পরিষদ কর্মচারী
(২) দায়যুক্ত ব্যায় ( সরকারী কর্মচারী সম্পর্কিত)
গ. অন্যান্য প্রতিষ্ঠনিক ব্যয়
ঘ. আনুতোষিক তহবিলে স্থানান্তর
ঙ. যানবাহন মেরামত ও জ্বালানী
২। কর আদায়ের জন্য ব্যায় ৩৯,০০০/= ৪০,৫০০/= ৭৪,০০০/=
৩। অন্যান্য ব্যয়
ক. টেলিফোন বিল
খ. বিদ্যুৎ বিল ১৫,০০০/= ২৪,০০০/= ৩৬,৫০০/=
গ. পৌর কর
ঘ. গ্যাস বিল
ঙ. পানির বিল ৮০০/= ৮০০/= ১,৯০০/=
চ. ভুমি উন্নয়ন কর ২০,৫০০/=
ছ. অভ্যন্তরিণ নিরীক্ষা ব্যায়
জ. মামলা খরচ ৪,০০০/= ৪০০/= ১৫,০০০/=
ঝ. আপ্যায়ন ব্যায় ১৮,০০০/= ২৫,০০০/= ৬০,০০০/=
ঞ. রক্ষণাবেক্ষণ এবং সেবা প্রদানজনিত ব্যায় ৩২,০০০/= ৩৫,০০০/= ৪০,৫০০/=
ট. অন্যান্য পরিশোধ যোগ্য কর/ বিল ২৫,০০০/=
ঠ. আনুষাঙ্গিক ব্যয় ২০,০০০/= ৩০,০০০/= ৪৫,০০০/=
৪। কর আদায় খরচ ( বিভন্ন রেজিষ্টার, ফরম, ৪,০০০/= ৫,০০০/= ১০,০০০/=
৫। বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষন ২৫,০০০/= ৪,০০,০০০/= ১,৫০,০০০/=
 
ক. ইউনিয়ন এলাকার বিভন্ন প্রতিষ্ঠান/ ক্লাবে
৭। জাতীয় দিবাস উদযাপন ৪,০০০/= ৫,০০০/= ৮,০০০/=
৮। খেলাধুলা ও সংস্কৃতি ৫,০০০/= ১০,০০০/= ২৮,০০০/=
৯। জরুরী ত্রান
১০। রাজস্ব উদ্ধৃত্ত উন্নয়ন হিসাবে স্থানান্তর
 মোট ব্যয় ( রাজস্ব হিসাব) ১৬,৬৬,৮৫০/= ১৭,৬৯,২০০/= ১৭,২২,৫০০/=
                                                
                                                                
 
 
 
 
 
 
                                                                ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
                                                     উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা।
অংশ ২- উন্নয়ন হিসাব
প্রপ্তি 
আয়
প্রপ্তির বিবরন পূর্ববর্তী  বৎসরের প্রকৃত ব্যায় (২০২০-২০২১) চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট (২০২১-২০২২) পরবর্তী বৎসরের বাজেট (২০২২-২০২৩)
১ ২ ৩ ৪
অনুদান (উন্নয়ন)
ক,   উপজেলা পরিষদ ৭৭,০০,০০০/= ৭৭,৫০,০০০/= ৩৯,৬৯,৫৭০/=
খ.    সরকার ৩৪,৭৯,৪৫০/= ৩৪,৯০,৪৫০/= ৭৫,২০,৪৫০/=
গ.অন্যান্য উৎস্য(যদি থাকে,নির্দিষ্টভাবে উল্লেখ করিতে হইবে)
২। স্বেচ্ছা প্রণোদিত চাঁদা
৩। রাজস্ব উদ্বৃত্ত
মোট প্রাপ্তি (উন্নয়ন হিসাব) ১,১১,৭৯,৪৫০/= ১,১২,৪০,৪৫০/= ১,১৪,৯০,০২০/=
                                                       
                                                   ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
                                                   উপজেলাঃ তালা, জেলাঃ সাতক্ষীরা।
অংশ ২- উন্নয়ন হিসাব ব্যয়
ব্যয়
ব্যয় বিবরণ পূর্ববর্তী  বৎসরের প্রকৃত ব্যায় (২০২০-২০২১) চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট (২০২১-২০২২) পরবর্তী বৎসরের বাজেট (২০২২-২০২৩)
১ ২ ৩ ৪
১। কৃষি ও সেচ ২,৫০,০০০/= ৪,৬০,০০০/= ৩,৬০,০০০/=
২। শিল্প ও কুঠিরশিল্প ১,৫০,০০০/= ৫০,০০০/= ১,৪০,০০০/=
৩। ভৌত অবকাঠমো ৬৫,৪০,০০০/= ৬৬,০০,০০০/= ৭০,৫০,৫০০/=
৪। আর্থ- সামাজিক অবকাঠামো ২,৫০,০০০/= ৩,০০,০০০/= ৩,৭৯,৫২০/=
৫। ক্রীড়া ও সংস্কৃতি ১,৫০,০০০/= ১,৬০,০০০/= ১,৭০,০০০/=
৬। বিবিধ ( নারী উন্নয়ন,বৃক্ষ রোপন, আইন সহায়তা) ২,০০,০০০/= ২০,০০,০০০/= ২,২০,০০০/=
৭। সেবা ১,০০,০০০/= ৫০,০০০/= ৬০,০০০/=
৮। শিক্ষা ১,৫০,০০০/= ১,৭০,০০০/= ২,৬০,০০০/=
৯। স্বাস্থ্য ১,০০,০০০/= ১,২০,০০০/= ১,৬০,০০০/=
১০।  দারিদ্র হ্রাসকাণ ঃ সামাজিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সহায়তা ১৫,৯০,৫০০/= ১৬,৫০,০০০/= ১৬,৬০,০০০/=
১১। পল্লী উন্নয়ন ও সমবায় ১,৫০,০০০/= ১,০০,০০০/= ১,২০,০০০/=
১২। মহিলা, যুব ও শিশু উন্নয়ন ১,৬০,০০০/= ১,৬০,০০০/= ১,৬০,০০০/=
১৩। দূযোগ ব্যবস্থা ও ত্রাণ ৩,৫০,০০০/= ৩,৬০,০০০/= ৪,২০,০০০/=
১৪। সমাপ্তি জের ৬৫,০০০/= ৭০,০০০/= ৮০,০০০/=
১৫।পারস্পরিক শিখন ০ ০ ১,০০,০০০/=
১৬। শিশু, নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠী ০ ০ ১,৫০,০০০/=
মোট ব্যয় ( উন্নয়ন হিসাব) ১,০২,০৫,৫০০/= ১,০৪,৫০,০০০/= ১,১৪,৯০,০২০/=
        
মোট আয়ঃ (আগত জের রাজস্ব-৭০,০০০ + রাজস্ব আয়-১৬,৫২,৫০০ + উন্নয়ন আয়-১,১৪,৯০,০২০)= ১,৩২,১২,৫২০/=
 মোট ব্যয়ঃ (রাজস্ব ব্যয়-১৭,২২,৫০০ + স্থিডু উন্নয়ন-৮০,০০০ + উন্নয়ন ব্যয়-১,১৪,১০,০২০)= ১,৩২,১২,৫২০/=
 
 
 
জালালপুর ইউনিয়নের জনগণের অগ্রাধিকার ভিত্তিক চাহিদা ও উন্নয়ন পরিকল্পনা ২০২২-২০২৩
 
ওয়ার্ড নং-১
ইটের রাস্তা:
  ০ কানাইদিয়া মতি শেখের বাড়ির মোড় হইতে শাহিন গাজীর বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সলিং ।
  ০ কানাইদিয়া মোল্লা পাড়ার মোড় হইতে শিশুতলা পর্যন্ত রাস্তা ইটের সলিং ।
০ কানাইদিয়া জলিল গাজীর বাড়ি হইতে বকুলের বাড়ি  পর্যন্ত রাস্তা  ইটের সলিং ।
ড় কানাইদিয়া জবেদ গাজীর বাড়ি হইতে আনছার গাজীর বাড়ি  পর্যন্ত  রাস্তায় ইটের সলিং ।
ড় কানাইদিয়া পশ্চিম পাড়া বাঁশ তলা হইতে ওমর মাওলানার বাড়ি  পর্যন্ত ইটের সলিং।
 
মাটির রাস্তা:
০কানাইদিয়া বটতলার ঘাট হইতে দরবেশ মোড়লের ঘাট পর্যন্ত মাটি দ্বারা সংস্কার ।
 ০ কানাইদিয় আমজেদ সরদারের বাড়ি হইতে শিশু তলা পর্যন্ত মাটি দ্বারা সংস্কার।
 ০ কানাইদিয়া আজব কারিকরের বাড়ি হইতে মুজিবর কারিকরের বাড়ি পর্যন্ত মাটি দ্বারা সঙস্কার ।
সংস্কার:
  ০ কানাইদিয়া পশ্চিম পাড়া মসজিদ হইতে বলাই এর মোড় পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।
  ০ কানাইদিয়া পশ্চিম পাড়া মোড় হইতে শেখ পাড়া ক্লাব পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।
  ০ কানাইদিয়া শায়রান কারিকরের বাড়ি হইতে মোল্লা পাড়া মোড় পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।
কালভাট/পাইপ:
ড় কানাইদিয়া ওসমান ম্যোরার বাড়ীর সামনে।
ড় কানাইদিয়া বটতলা ঘাটে কালভাট।
ড় কারিকর পাড়া রসুন কারিকরের বাড়ির নিকট ।    ওসমান মোল্যার বাড়ির সামনে।
ড় অনিল পালের দোকান রেখে সুড়ি রাস্তার মুখে।     কানাইদিয়া মতি শেখের বাড়ির সামনে।
ড় মক্তব স্কুল মাঠের উত্তর দিক।     কারিকর পাড়ার আব্দুল্লাাহর বাড়ির পাশে।
খাল খনন:০  দুধের খালের ত্রিমোহনী ক্যানেল খাল খনন। ০সায়রান কারিকার এর বাড়ী হতে মোল্লা বাড়ী  পর্যন্ত ড্রেন খনন। ০ কানাইদিয়া আনসার মোড়লের বাড়ি হইতে কপোতাক্ষ নদী পর্যন্ত।
মাটি ভরাট:
ড় কানাইদিয়া মক্তব মঠে মাটি ভরাট    সরদার পাড়া মসজিদের মাঠ। ০ কানাইদিয়া পশ্চিম পাড়া মসজিদের সামনে মাটি ভরাট ০ কানাইদিয়া মীর পাড়া মসজিদের সামনে ।
গভীর নলক‚প:
      কানাইদিয়া পশ্চিম পাড়া মসজিদের পাশে গভীর নলকুপ স্থাপন।
 
ওয়ার্ড নং-২
ইটের রাস্তা:
ড় কানাইদিয়া পলাশ হালদার শিক্ষকের বাড়ি হতে সত্যেন হালদারের বাড়ি পর্যন্ত ইটের রাস্তাা ০ কানাইদিয়া চানুক্ষ দেবনাথের বাড়ি হতে মিলন দাশের দাশেরবাড়ি পর্যন্ত আটের রাস্তাা
ড় কানাইদিয়া রমেশ দাশের বাড়ি হতে কাদের মওলানার বাড়ি পর্যন্ত।   ০ কানাইদিয়া কনেক দাশে বাড়ি হইতে তপন হালদারের বাড়ি পর্যন্ত ।
ড় কানাইদিয়া কৃষ্ণ সরদারের  বাড়ি হতে বিধান দাশের বাড়ি পর্যন্ত।
মাটির রাস্তা:  ০ কানাইদিয়া দেবব্রত অধিকারীর বাড়ি হতে দিলিপ নাথের  বাড়ী পর্যন্ত।০ কানাইদিয়া রতন দাশের বাড়ি হতে উদয় দাশে বাড়ি পর্যন্ত। ০কানাইদয়া পূর্বপাড়া হরিতলা হইতে তপন হরির বাড়ি পর্যন্ত।
 ০হারতলা মুন্দির হতে আলী ফকিরের বাড়ি পর্যন্ত।
কালভার্ট :
ড় মিলন দেবনাথের  বাড়ীর সামনে।    সন্দীপ হালদার এর জমির পাশে। 
ড় দয়াল মন্ডলের বাড়ীর  সামনে।         শেখ ফিরোজ আহম্মেদ এর বাড়ির সামনে।  
ড় রতন দাস এর বাড়ীর সামনে।
মাটি ভরাট :
ড় কানাইদিয়া  রথখোলা মাঠ ।  
   রথখোলা বাজার মসজিদ মাঠ। 
ড় রথখোলা প্রাথমিক বিদ্যালয় এর মাঠ।     
ডীপ টিউবওয়েল স্থাপন :
ড় বলায়ের মোড় ।     ভোলা পাল এর বাড়ীর সামনে।  
ড় উদয় মন্ডলের বাড়ির সামনে।                      
খাল খনন:
ড় কাদের মাওলানা বাড়ি হতে হাজরা তলার শেষ সীমানা ।    কালা পাহাড়িয়া বিলের খাল। ০ হরিতলা বিলের খাল খনন।
 
ওয়ার্ড নং-৩
ইটের রাস্তা :
ড় কৃষ্ণকাটি আব্দুল মোড়লের বাড়ি হইতে কৃষ্ণকাটি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইটের সলিং ।
ড়   চরকানাইদিয়া সোহরাব শেখের বাড়ির বাড়ির মোড় হইতে ইমামুল শেখের পুকুর পর্যন্ত ইটের সলিং।
   ০ আটঘরা কানাপুকুর হইতে সন্নাসী মন্দির পিচের রাস্তা পর্যন্ত ইটের সলিং।
   ০ চরকানাইদিয়া ফিরাজ গাজীর বাড়ি হতে বিল্লাল সরদারের বাড়ি পর্যন্ত ।
ড় কৃষ্ণকাটি দাশ পুজা ঘর হতে সন্দিপ দাশের বাড়ি পর্যন্ত।
মাটির রাস্তা :
   কৃষ্ণকাটি আহম্মদ মোড়লের বাড়ি হতে বিলের ধার পর্যন্ত। 
   কৃষ্ণকাটি লিয়াকত মোল্যার বাড়ি হইতে চরকানাইদিয়া বিলের ধার পর্যন্ত।
   কৃষ্ণকাটি হাফিজ মোড়লের বাড়ি হইতে কৃষ্ণকাটি বিল পর্যন্ত ।
  ০ আটঘরা বিলের হাজরা তলা হইতে কানাপুকুর পর্যন্ত ।
কালভার্ট :
ড় কৃৃষ্ণকাটি বজলু ডাক্তারের বাড়ির মোড়ে  কালভাট নির্মান।  কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে কালভার্ট ।
ড় মাদ্রাসা সীমানার পাশে।    কৃষ্ণকাটি বিলের মধ্যে ভেড়ীতে কালভার্ট নির্মান।
খাল খনন: 
  কৃষ্ণকাটি কুদুর বটতলা হইতে কাটা খাল পর্যন্ত খাল খনন। 
মাটি ভরাট :
ড় কৃষ্ণকাটি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাট   একলাজ গাজীর বাড়ী হইতে বৈদ্য দাশের বাড়ী পর্যন্ত।
ড় আটঘরা সন্যাসী মন্দির।                                          ০ আটঘরা গাছ তলায়।
সংস্কার :
ড় কৃষ্ণকাটি জামে মসজিদ।    আটঘরা সার্বজনীন দূর্গামন্দির।
ড় চরকানাইদিয়া পূবৃপাড়া জামে মসজিদ।    চরকানাইদিয়া নন্দীপাড়া সার্বজনীন কালি মন্দির।
ড় চরকানাইদিয়া মোড়ল পাড়া জামে  মসজিদ।    কৃষ্ণকাটি দাশপাড়া সার্বজনীন দূর্গা মন্দির।
ডীপ টিউবওয়েল স্থাপন:
ড়   কৃষ্ণকাটি সোহরাব সরদারের বাড়ির সামনে    কৃষ্ণকাটি পূজা মন্দিরে। ০ কৃষ্ণকাটি মসজিদে
পাইলিংঃ ০ কৃষ্ণকাটি আকবর মোড়লের পুকুর পাড়ে।          ০ কৃষ্ণকাটি হাসান ডাক্তারের পুকুওে পাড়ে।
        ০ কৃষ্ণকাটি মোস্তফা মোড়লের পুকুর পাড়ে।            ০ চরকানাইদিয়া দক্ষিন পাড়া হাবিবুর গাজীর পুকুর পাড়ে। ০ চরকানাইদিয়া কানাইলাল বসুর পুকুর পাড়ে। 
 
ওয়ার্ড নং-৪
ইটের রাস্তা:
০জেঠুয়া আবুল ফকিরের বাড়ি হইতে জালাল মোড়লের বাড়ি  পর্যন্ত।                   ০ জেঠুয়া ডালিম গাজীর বাড়ি হইতে মফিজুর গাজীর বাড়ি পর্যন্ত।
০ জেঠুয়া আনন্দ দাশের বাড়ি হইতে সুনীল দাশের বাড়ি  পর্যন্ত।                     ০ জেঠুয়া ওহাব আলী সরদারের বাড়ি হইতে রশিদ মেম্বরের বাড়ি পর্যন্ত।
০ জেঠুয়া পিচ হইতে প্রবীর সরদারের বাড়ি পর্যন্ত।
মাটির রাস্তা:
০জেঠুয়া এরশাদ সরদারের বাড়ি হইতে সিরাজ সরদারের বাড়ি পর্যন্ত।     ০জেঠুয়া ্ শেখ পাড়া তেতুল তলা হতে মজিদ গাজীর জমির মাথা পর্যন্ত।  জেঠুয়া হান্নান গাজীর বাড়ি হতে কামাধন পর্যন্ত। ০ জেঠুয়া নিমাই বিশ^াসের বাড়ি হইতে নদী পর্যন্ত।
 
সংস্কার:
ড় জেঠুয়া লতিফ মোল্লার বাড়ি হইতেমােক্তার সরদারের বাড়ি পর্যন্ত    জেঠুয়া তালেব সরদারের মোড়  হইতে সরদার পাড়া পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।     ০ জেঠুয়া মোল্লা পাড়ার মসজিদ সংস্কার। ০ জেঠুয়া ফকির পাড়া ঈদগাহের ময়দান সংস্কার।০ জেঠুয়া হাজরা পাড়া কালিমন্দির সংস্কার।
মাটি ভরাট:
ড় জেঠুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ বরাট।    ফকিরপাড়া ঈদগাহ ।
ড় জেঠুয়া পূর্বপাড়া সর্বজনীন কালী পূজা মন্ডপ।
কালভার্ট:
 ০ জেঠুয়া আবুল হোসেন গাজীর বাড়ি সংলগ্ন কালভাট নির্মান।     জেঠুয়া ফকির পাড়া মোহর আলী ফকিরের বাড়ি সংলগ্ন। কালভাট নির্মন।                     
খাল খনন: 
ড় জেঠুয়া তালেব সরদারের মোড় হতে সাত্তার সরদারের বাড়ি হয়ে কপোতাক্ষ নদী পর্যন্ত।
ড় ০জেঠুয়া সাত্তার সরদারের বাড়ি হতে তালতলা পর্যন্ত। 
 
 
 
ওয়ার্ড নং-৫
 
ইটের রাস্তা:
ড় নেহালপুর জুবায়ের হোসেনের পুকুর পাড় হইতে সোহরাবের জমির মাথা পর্যন্ত। নেহালপুর পুরাতন মসজিদ হইতে বিলায়েত খানের জমি  পর্যন্ত।
ড় জেঠুয়া ইকবালের বাড়ির সামনে হইতে বাসারের জমি পর্যন্ত।                  ০ নেহালপুর জয়নাল শেখের বাড়ি হতে বাসারাত শেখের বাড়ি পর্যন্ত
মাটির রাস্তা:
    ০ নেহালপুর কামরুল সরদারের বাড়ি হইতে নাসির গাজীর বাড়ি পর্যন্ত। ০ জেঠুয়া সাত্তার শেখের মসজিদ হইতে গফুর সরদারের বাড়ি পর্যন্ত। ০ জেঠুয়া কাচের আলীর বাড়ির পিচের রাস্তা হইতেআজিজুল শেখের বাড়ি পর্যন্ত। ০ নেহালপুর কালাম শেখের বাড়ি হতে পিচের রাস্তা পর্যন্ত। ০ জেঠুয়া সবুর শেখের বাড়ি হইতে সিরাজুলের বাড়ি পর্যন্ত।
কালভার্ট/ পাইপ কালভার্ট:
ড় জেঠুয়া পশ্চিম পাড়া শেখ বাড়ি মসজিদ গিয়াসউদ্দীনের বাড়ির সামনে    জেঠুয়া বিলের অবদায় লুৎফরের জমির মাথায়।
০ জেঠুয়া কাটা খালির খালে।   রাজ্জাক শেখ এরবাড়ীর পাশে রাস্তার উপর।
ড় নেহালপুর প্রাইমারী স্কুলের পাশে পাকা রাস্তার উপর বটতলায়।    জেঠুয়া টেনাথ জোয়াদ্দার এর বাড়ির সামনে গ্রাম প্রতিরক্ষা বাঁধে।
ড় নেহালপুর বটতলার পামে পিচের  রাস্তার উপর।
মাটি ভরাট:
ড় নফর শেখের বাড়ী  হইতে বাচতুল্যা গাজীর বাড়ী পর্যন্ত    গাজী কাসেমের বাড়ী হইতে বছির শেখের ঘাট পর্যন্ত ।
   ০ শরফাতুল্যাহ গাজীর পুকুর হইতে আমজেদের বাড়ী পর্যন্ত।  ০ মোস্তফা গাজীর বাড়ী  হইতে ঈদগাহ হইয়া নদীর ঘাট পর্যন্ত ।  ফুয়াদ এর বাড়ী হইতে সাঈদ গাজীর বাড়ী পর্যন্ত।
সংস্কারঃ
ড় জেঠুয়া পশ্চিম পাড়া পূজা মন্দির    জেঠুয়া মধ্যপাড়া জামে মসজিদ।
ড় নেহালপুর ঋষিপাড়া পূজা মন্ডপ।  ০ জেঠুয়া খেয়াঘাট জামে মসজিদ ০ জেঠুয়া বাজারের কালি মন্দির।
গভীর নলক‚প:
ড় জেঠুয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে।    জেঠুয়া আশরাফ আলী মৌলভী সাহেবের মাজারে।
ড় জেঠুয়া আকুঞ্জী পাড়া ঈদগাহ মাঠে। ০ নেহালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
খাল-খননঃ০ নুরাস খালীর খাল শাহাবুদ্দীন সরদারের বাড়ি পর্যন্ত। ০ গাজীর খাল জেঠুয়া পাল পাশে।
পাইলিং ঃ০ নেহালপুর শাহাদাতের বাড়ির পূর্বপাশের্^ মহসিনের পুকুরে পাইলিং। ০ নেহালপুর মহিউদ্দীনের বাড়ির সামনে ইটের সলিং এর আমজেদের পুকুরে। ০ মৃত ছবুর শেখের পুকুরের পাশে।
ড্রেন নির্মানঃ
ড় জেঠুয়া বাজারের হরসিতের দোকান হইতে কাঁচামাল হাটের উপর দিয়ে গরুর মাংশ বিক্রির হাট পর্যন্ত ড্রেন র্নির্মান।
 
 
 
ওয়ার্ড নং-৬
 
ইটের রাস্তা:
ড় জালালপুর ঘোষপাড়া মন্দিও থেকে অরুন সেনের বাড়ি পর্যন্ত ।
ড় জালালপুর কমিউনিটি ক্লিনিক হতে সোবান গাজীর বাড়ি  পর্যন্ত  ।
ড় জালালপুর মতলেব মোড়লের বাড়ি হইতে মাদ্রাসা পর্যন্ত।
ড় জালালপুর পঞ্চনন তলা হইতে মাদ্রাসা  পর্যন্ত।
ড় আপেল সরদারের বাড়ী হতে হাবিবুর মোড়লের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সলিং। 
মাটির রাস্তা:
ড় জালালপুর অরুন ঘোষের বাড়ি হইতে বিলের ধার পর্যন্ত।  জালালপুর হাসান মোড়লের বাড়ি হইতে ছওকাত মোড়লের বাড়ি পর্যন্ত। ০ জালালপুর হরেকৃষ্ণ দাশের জমি হতে বিলের ধার পর্যন্ত।  জালালপুর জুবান মোড়লের বাড়ী হতে আলাউল মোড়লের বাড়ী পর্যন্ত।
ড় জালালপুর গোবিন্দ সিংহের বাড়ী হতে মোহাম¥াদ মোড়লের বাড়ী পর্যন্ত
কালভার্ট:
০ জালালপুর বরুন ঘোষের জমির মাথায় কালভার্ট।    জালালপুর পরিতোষ দাশের জমির মাথায় কালভার্ট।
ড় বলদেব রাহার বাড়ির পিছনে ।       নির্মল ঘোষের বাড়ির পিছনে।
ড় দুলাল ঘোষের জমির মাথায়।    মোড়ল পাড়া রজব মুহুরীর বাড়ির পাশে।
০ ঠাকুর বাড়ির কালীতলার সামনে  ।
মসজিদ/মন্দির উন্নয়ন
ড় মোড়ল পাড়া মাদ্রাসার উন্নয়ন ।    কারিকর পাড়া জামে মসজিদ উন্নয়ন।
ড় জালালপুর সার্ব জনীন উন্নয়ন।        ঘোষপাড়া কালী মন্দির উন্নয়ন।
০ জালালপুর মালোপাড়া পুজা মন্ডপ।
ড় মোড়ল পাড়া পাঞ্জাখানা মসজিদে উন্নয়ন ।  
খালখনন: ০ জালালপুর  ¯øøুইস গেট হতে গঞ্জের মাথা হয়ে ঋশীপাড়ার গেট পর্যন্ত।     ০  গঞ্জের মাথা বিল হতে কদমতলা গেট পর্যনÍ খালখনন। ০ ইউনিয়ন পরিষদ হতে বিকাশ দাশের বাড়ী পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।
ডীপ টিউবওয়েল:
ড় জালালপুর ঘোষ পাড়া কালী মন্দির।      কারিকর পাড়া জামে মসজিদ।
ড় জালালপুর সোনালী মেম্বার এর বাড়ির পাশে দূর্গা মন্দিরে।       ০ মোড়ল পাড়া জামে মসজিদে।
 
সংস্কার:
ড় পঞ্চানন তলার মোড় হতে পরিমল ঘোষের বাড়ী  পর্যন্ত ইটের সলিং সংস্কার।  ০ জালালপুর বৈরাগী পাড়া মোড় হতে মোড়ল পাড়া বটতলা পর্যন্ত ইটের সলিং সংস্কার। ০ ইউনিয়ন পরিষদ হতে বিকাশ দাশের বাড়ি পর্যন্ত ইটের সলিং সংস্কার।
  ০ জালালপুর কারিকর পাড়া মসজিদ।  ০ জালালপুর মোড়ল পাড়া মসজিদ।০জালারপুর মোড়লপাড়া পাঞ্জাগানায়।
বিশেষ কাজঃ ভ’মিহীন ও হতদরিদ্রদের জন্য কপোতাক্ষ নদের ধারে কবর স্থান নির্মান।
 
ওয়ার্ড নং-৭
ইটের রাস্তা:
ড় আমড়াডাংগা  খলিল শেখের বাড়ি হইতে বিল পর্যন্ত ইটের সলিং।     শ্রমন্তকাটি মানিক কাগুচির বাড়ি হইতে মান্দার মোড়লের বাড়ি পর্যন্ত।
ড় শ্রীমন্তকাটি চিত্ত মাষ্টারের বড়ি হইতে কোমল সাধুর বাড়ি পর্যন্ত।                  ০শ্রীমন্তকাটি আনন্দ কমৃকারের বাড়ি হইতে মনি মোহন কমৃকারের বাড়ি পর্যন্ত।   ০ শ্রীমন্তকাটি ডিসি রোডের পিচ থেকে আবু বক্কর মোড়লের বাড়ি পর্যন্ত  ০  আমড়াডাঙ্গা রবিউল শেখের বাড়ির পিছন থেকে ইটের রাস্তার মাথা পর্যন্ত। ০ শ্রীমন্তকাটি মুনতাজ ডাক্তারের বাড়ি হইতে মোজাম সানার বাড়ি পর্যন্ত।
ড় মাটির রা¯তা:
ড় আমড়াডাংগা মাজেতের বাড়ি হইতে ইসমাইল মোলড়ের বাড়ি পর্যন্ত।    ০ শ্রীমন্তকাটি মনিরুল দফাদারের বাড়ি হইতে হাবিবুর ফকিরের বাড়ি পর্যন্ত।
ড় শ্রীমন্তকাটি রেজাউল সরদারের বাড়ি হইতে সাহিদা গেমের বাড়ি  পর্যন্ত    শ্রীমন্তকাটি আনার মোড়লের বাড়ি হইতে সফিয়ার মোড়লের বাড়ী পর্যন্ত।
ড় শ্রীমন্তকাটি শাহিন মোড়লের বাড়ি হইতে আবুল জোয়াদ্দারের বাড়ি পর্যন্ত।
  কালভার্ট:
ড় শ্রীমন্তকাটি খেয়াঘাট রোডের পাশে কালভার্ট ।    শ্রীমন্তকাটি জোয়াদ্দার বাড়ির পাশে কালভার্ট ।
ড় শ্রীমন্তকাটি সরদারপাড়া ঈদগাহার সামনে। ০ শ্রীমন্তকাটি শাহিদার বাড়ির পাশে কালভার্ট।
ড় শ্রীন্তকাটি লতিফ মোড়লের বাড়ির সামনে।    শ্রীমন্তকাটি তোফাজ্জেল গাজীর বাড়ির সামনে।
খাল খনন :
ড় শ্রীমন্তকাটি আবুল গোলদারের বেড় হতে শ্রীমন্তকাটি শেষ সীমানা পর্যন্ত      শ্রীমন্তকাটি বাক্কার সরদারের বাড়ি হতে  কপোতাক্ষ নদী পর্যন্ত।  
ড় শ্রীমন্তকাটি মজিদ শেখের জমি হইতে বড় খাল পর্যন্ত।
   সংস্কার:
ড় শ্রীমন্তকাটি বক্স মোড়লের বাড়ি হইতে হাজী জব্বারের বাড়ি পর্যন্ত।    শ্রীমন্তকাটি পুরাতন বাজার পাঞ্জেগানা মসজিদ। ০ শ্রীমন্তকাটি সরদার পাড়া জামে মসজিদ সংস্কার। ০ শ্রীমন্তকাটি মোড়লপাড়া মসনজিদ সংস্কার।
ড় শ্রীমন্তকাটি উত্তর পাড়া মসজিদে।    শ্রীমন্তকাটি রিশি পাড়া পূজা মন্ডপ।
ড় আমড়াডাংগা মসজিদ ।   ০ শ্রীমন্তকাটি মালোপাড়া মসজিদ সংস্কার।
মাটি ভরাটঃ
ড় শ্রীমন্তকাটি সরকারী প্রাইমারী স্কুলের  মাঠে মাটি ভরাট।    সানরাইজ স্কুলের সামনে গর্ত ভরাট।
ড় শ্রীমন্তকাটি পুরাতন বাজারে মাটি ভরাট।                   ০আমড়াডাঙ্গা পুরাতন বাজারে মাটি ভরাট।
নলকুপ স্থাপন:
ড় শ্রীমন্তকাটি পূজা মন্ডপে।    শ্রীমন্তকাটী বাজারে ।
ড় দোহার কমিউনিটি ক্লিনিকের পাশে।
 
ওয়ার্ড নং-৮
ইটের রাস্তা:
ড় দোহার আমজেদ গাজীর বাড়ী হইতে খোরশেদ আলম শেখের  বাড়ি পর্যন্ত।  দোহার পল্লীস্মৃতি মোড় হইতে রিশি পাড়া পর্যন্ত।
ড় দোহার করিম শেখের বাড়ি হইতে বিল ধার পর্যন্ত।    ০ দোহার পুর্বপাড়া প্রাইমারী স্কুল হইতেষায়রুল শেখের বাড়ি পর্যন্ত।
  দোহার পূজামন্ডব হইতে  আশুতোষের বাড়ি পর্যন্ত। ০ দোহার মেইন রাস্তা হইতে বারিক সরদারের বাড়ি পর্যন্ত।
মাটির রাস্তা :
০ দোহার আমজেদ শেখের জমির মাথা হইতে হিমখালী পর্যন্ত । ০  দোহার বাবলু সরদারের বাড়ির মুখ হইতে হরেন্দ্র চক পর্যন্ত।
ড় সাতপাকিয়া ফুলতলা হইতে সরনখালি পর্যন্ত।    সাতপাকিয়া প্রাইমারী স্কুল হতে আবুল মোড়লের বাড়ী পর্যন্ত । ০ দোহার পূজা মন্ডপ হতে অজিত দাশের বাগান  পর্যন্ত। 
মাটির ভরাট :
ড় দোহার আমজেদ শেখের জমির মাথা হইতে হিমখালী পর্যন্ত।    গৌতমকাটি বিদ্যালয়ের মাঠ ।
ড় সাতপাকিয়া রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।    দোহার ঈদগাহের মাঠ। 
   দোহার দক্ষিন পাড়া বেসরকারী প্রাই: বিদ্যালয়ের মাঠ        ০দোহার দক্ষিন পাড়া জামে মসজিদের সামনে ।
কালভার্ট:
ড় দোহার সরদার বাড়ির রিয়াজউদ্দীন সরদারের বাড়ির পাশে।    দোহার কাজেম মোড়লের বাড়ির পাশে।
   গৌতমকাটি মাহবুব সরদারের বাড়ির পাশে।
০ দোহার নিতাই দাশের বাড়ির  পাশে। ০ গৌতমকাটি হাসানের বাড়ির রাস্তায়।
সংস্কার:
ড় দোহার পূজামন্ডব হইতে বটতলা পর্যন্ত ইটের রাস্তা সংস্কার।    দোহার শেখ পাড়া জামে মসজিদ সংস্কার।
ড় দোহার দক্ষিন পাড়া জামে মসজিদ। ০ দোহার উত্তর পাড়া জামে মসজিদ। ০ সাতপাকিয়াপূবৃপাড়া জামে মসজিদ।
ড় সাতপাকিয়া পশ্চিম পাড়া জামে মসনজিদ।
 
পুকুর ফিল্টার তৈরী: ঋষি পাড়ায় বিপ্লবের পুকুরে  পানির ফিল্টার।
খাল খনন: দোহার ঝিলের গোড়ার মুখ হইতে হুগøাবনের চক পর্যন্ত।
 
ওয়ার্ড নং-৯
ইটের রাস্তা:
ড় দোহার তোমর গাজীর বাড়ি হইতে আজিজুর মোড়লের বাড়ি পর্যন্ত।
০দোহার রবিউল মোড়লেরর বাড়ি হইতে খলিল সানার বাড়ি পর্যন্ত।
ড় দোহার ময়নুর শেেেখর বাড়ি হইতে আনোয়ার গোলদারের বাড়ি পর্যন্ত ।
০ আটুলিয়া মেইন রাস্তা হইতে হাকিম মোড়লের বাড়ি পর্যন্ত ।
ড় গলাভাঙ্গা মসজিদ হইতে সবুর শেখের বাড়ি পর্যন্ত ।
মাটির রাস্তা:
ড় আটুলিয়া পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফিছন থেকে মৃত শফী মোড়লের বাড়ি পর্যন্ত।
ড় দোহার কামরুল সানার বাড়ি হইতে কঁকড়া বুনি পর্যন্ত।
০আটুলিয়া অধির মন্ডলের বোরিং হইতে দোয়ানি অবদা পর্যন্ত ।
ড় আটুলিয়া কদমতলা গেট হইতে শিবের বাড়ি পর্যন্ত।
ড় দোহার গেট হইতে হরিখালি পর্যন্ত।
কালভার্ট:
ড় আটুলিয়া উত্তর বিলের খালের মাথায় কালভার্ট।
ড় দোহার খালের মুখে কালভার্ট।  দোহার গৌতম রায়ের বাড়ীর সামনে।।
ড় দোহার বাবলু গোলদারের বাড়ির সামনে।     দোহার হুগলা বুনিয়া খালে কালভার্ট।
সংস্কার :
ড় আটুলিয়া উত্তর পাড়া মসজিদ   ০   দোহার গোরদার বাড়ীর জামে মসজিদ০ দোহার শেখের পাড়া মসজিদ সংস্কার।
মাটি ভরাট:
ড় দোহার-আটুলিয়া ঈদগাহ, পুকুর ও স্কুলের মাঠ ভরাট      দোহার দক্ষিন পাড়া প্রাইমারী  স্কুল মাঠ ০ দোহার শেখের বাড়ি মসজিদেও দক্ষিন পূর্ব পাশে  ০গোলা ভাঙ্গা বাজার মসজিদের মাঠ ০ আটুলিয়া বাজার সংলগ্ন মাট ভরাট।
গভীর নলকুপ: আটুলিয়া বাজারে   ০ দোহার মালেক গোলদার এর বাড়ীর সামনে।
খাল খনন:  ০  দোহার কদমতলা হইতে উত্তর বিলের ভিতর দিয়ে দোয়ানি খাল পর্যন্ত।
               ০আটুলিয়া পূর্ব বিলের সুইচ গেট হইতে কদম তলা খাল পর্যন্ত।
বাংলাদেশ  সরকার এবং ইউনিসেফ  যৌথভাবে পরিচালিত   কর্মসূচীর  মাধ্যমে শিশুদের উন্নয়নে জালালপুর ইউনিয়নের  ৯টি  ওয়ার্ডের জনগনের  অগ্রাধিকার  চাহিদার ভিত্তিতে  পরিকল্পনা গ্রহন।
 
১। ৯ টি ওয়ার্ডে ৯টি হাত ধোয়া প্রদর্শনী।
২। ৯ টি ওয়ার্ডে ৯ টি ব্রেস্ট ফিডিং এর কলা কৌশল শেখানো।
৩। ০ থেকে ৪৫ দিনের শিশুর জন্ম নিবন্ধনের জন্য ৯টি ওয়ার্ডে মাইকিং করা।
৪। ক্ষুদে ডাক্তারের প্রশিক্ষন।
৫। প্রাথমিক বিদ্যালয়ে উপকরন বিতারন।
৬। স্বাস্থ্যসেবা বিষয়ে বিলবোর্ড বা তথ্য বোর্ড স্থাপন।
৭। স্বাস্থ্যসেবা কেন্দ্র উপকরন বিতারন।
৮। কিশোরী  ক্লাব প্রতিষ্ঠা করা।
৯। বাল্য বিবাহ রোধে র‌্যালি ও আলোচনা করা।
১০। গর্ভবতী নারীদেও প্রশিক্ষন।
১১। স্বাস্থ্যসেবা বিষয়ে উঠান বৈঠক।
১২। দূর্যোগ কালীন  ও দুর্যোগ পরবর্তী শিশুদেও প্রয়োজনীয় শিশু খাদ্য ও ঔষধ বিতারন।
১৩।  ৯টি ওয়ার্ডে  যে সকল শিশুর পরিবার দরিদ্র বা ঝুঁকিপূর্ন সে সকল পরিবারকে সামাজিক সুরক্ষা সেবা দেওয়া।
 
                               ট্যাক্স আদায়ে গৃহীত উদ্দেশ্য
ইউনিয়ন পরিষদের স্থানীয় আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে গৃহ জমির উপর ধার্য্যকৃত ট্যাক্স। বিগত সময়গুলিতে ইউনিয়ন পরিষদ ধার্য্যকৃত ট্যাক্স আদায় করতে পারেনি জনগণের ট্যাক্স প্রদান না করার মানসিকতা এবং জনপ্রতিনিধিদের ভোট হারানোর ভয়। তাছাড়া সাধারণ জনগণ ট্যাক্স প্রদান করার গুরুত্ব অনুভব করতে না পারায় ট্যাক্স প্রদান করার সংস্কৃতি জনগণের মধ্যে গড়ে ওঠেনি। নিয়মিত ট্যাক্স প্রদান করলে স্থানীয় সরকার জাতীয় সরকারের অনুদানের পাশাপাশি স্থানীয় সরকারের টাকায় এলাকায় ব্যাপক উন্নয়ন তরান্বিত করা সম্ভব। ট্যাক্সের টাকায় প্রদান করলে একদিকে যেমন নাগরিক সেবা নিশ্চিত হয়, অপরদিকে এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহয়তা করে। ট্যাক্স আদায় কম হওয়ার ফলে যে কোন উন্নয়নমূলক কাজের জন্য মূলতঃ কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী বা নির্ভরশীল হয়ে থাকতে হয়। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের স্থানীয় ট্যাক্স সংগ্রহের বিশেষ নির্দেশনা রয়েছে। নাগরিক সেবা নিশ্চিত করতে চলতি অর্থ বছরে অত্র ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জাতীয় সরকারের নির্দেশনার আলোকে অত্র ইউনিয়নের প্রতিটি বাড়িতে, বাড়ি নম্বর, ওয়ার্ড নম্বর, রাস্তা নম্বর সম্বলিত হোল্ডিং প্লেট স্থাপনের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ট্যাক্স মেলার মাধ্যমেও ট্যাক্স সংগ্রহ করে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। এ বছরে প্রতিটি নাগরিকের কাছে ট্যাক্স কার্ড প্রদান করা হবে এবং তথ্য সরবরাহের জন্য বিশেষ ¯িøপ প্রদান করা হবে। তাই চলতি বছর ইউনিয়ন পরিষদ অধিক পরিমান ট্যাক্স আদায় করতে সক্ষম হবে যা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদের সকল জনগণকে ট্যাক্স প্রদান করে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমে শরীক থাকার জন্য  বিশেষভাবে অনুরোধ রইল ।
 
 
 
                                                                                       ধন্যবাদান্তে
                                                                                 
 
                                                                                             মোঃ আতিয়ার রহমান
        ইউপি সচিব
                                                                                 ১১ নং জালালপুর ইউনিয়ন পরিষদ
       তালা, সাতক্ষীরা।