Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এ ডি পি

২.       ২০১৫-২০১৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্প ও প্রকল্প বাসত্মবায়ন কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা।

৩.      বিবিধ।

 

প্রারাম্ভিক অনুঃ

          অদ্য ইং ০৯/১১/২০১৫ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় অত্র ইউনিয়ন পরিষদের সভাপক্ষে ইউপি চেয়ারম্যান জনাব এম. মফিদুল হক লিটু সাহেবর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সাধারণ সভার কাজ আরম্ভ করা হয়। সভায় সভাপতি সাহেব উপস্থিত সদস্য/সদস্যাগণকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সভার আলোচ্য বিষয়ে আলোচনা করার আহবান জানান।

 

অনঃ-১

সভায় সভাপতি সাহেবের অনুমতিক্রমে ইউপি সচিব বিগত সভার কার্যবিবরণী সভায় অনুমোদনের জন্য পাঠ করেন। কথিক বিষয়ে কোন সংযোজন বিয়োজন না থাকায় সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদনের সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

অনুঃ-২

 

 

সভায় সভাপতি মহোদয় উপস্থিত সদস্যগণকে অবগত করেন যে, ২০১৫-২০১৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, এলজিইডি শাখা হইতে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে, যাহার বিপরীতে প্রকল্প বাসত্মবায়ন কমিটির মাধ্যমে প্রকল্প বাসত্মবায়ন করা যাবে। এ বিষয়ে সভায় সিদ্ধামত্ম গ্রহণ করা প্রয়োজন।

 

 

 

সভায় উপস্থিত সদস্যগণ ব্যাপক আলাপ আলোচনা করিলেন। আলোচনামেত্ম সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত জনগুরুত্বপূর্ণ প্রকল্প উ‡ল্লখিত প্রকল্প বাসত্মবায়ন কমিটির মাধ্যমে বাসত্মবায়নের সিদ্ধামত্ম গৃহীত হল।

 

প্রকল্পঃ- (১)   কানাইদিয়া পশ্চিম পাড়া মসজিদ হইতে বটতলা ঘাট পযন্ত ইটের সলিং -১,০০,০০০/-টাকা

 

প্রকল্প বাসত্মবায়ন কমিটিঃ-

ক্রম.

নাম

পরিচয়

পদবী

১.

জনাব এম. মফিদুল হক (লিটু)

ইউপি চেয়ারম্যান

প্রকল্প সভাপতি

২.

জনাব সনৎ কুমার হালদার

ইউপি সদস্য

সদস্য সচিব

৩.

জনাব শেখ আঃ রশিদ

’’

সদস্য

৪.

জনাবা ফাতেমা খাতুন

সংরক্ষিত ইউপি সদস্যা

’’

৫.

জনাব হাফেজ মোঃ রফিকুল ইসলাম

ইমাম

’’

৬.

জনাব জি,এম, শফিকুল ইসলাম

সমাজসেবক

’’

৭.

জনাব মোঃ রবিউল ইসলাম

গণ্যমান্য ব্যক্তি

’’

 

প্রস্তাবিত প্রকল্প সমুহঃ

২)আটঘরা ইটের সলিং হইতে অভয়তলা পর্যন্ত ইটের সলিং।

৩) জেঠুয়া খলিল সরদারের বাড়ি হইতে আজিজুর গাজীর বাড়ি পর্যন্ত ইটের সলিং।

৪) কৃষ্ণকাটি দূর্গা দাশের বাড়ি হইতে পূজামন্ডপ অভিমুখে ইটের সলিং।

৫) কৃষ্ণকাটি হাইস্কুলে মাঠের কোনা হইতে গাজীর বাড়ি অভিমুখে ইটের সলিং।

৬) শ্রীমন্তকাটি প্রাইমারী স্কুল হইতে দাউদ মোড়লের বাড়ি পর্যন্ত ইটের সলিং।

৭) দোহার রিশি পাড়া হইতে পল্লীস্মৃতি স্কুল অভিমুখে ইটের সলিং।

 

 

অতঃপর সভায় ০৩নং অনুচ্ছেদে আলোচ্য বিষয়ে আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সদস্য/সদস্যাগণকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।

 

 

 

এম. মফিদুল হক লিটু

চেয়ারম্যান

১১নং জালালপুর ইউনিয়ন পরিষদ

তালা, সাতক্ষীরা।

 

এ ডি পি বাস্তবায়িত

মেয়াদকাল

ওয়ার্ড

প্রকল্প

কাজের বর্ননা

বরাদ্ধের পরিমান (টাকায়)

বরাদ্ধের পরিমান অনন্য

 

 

 

কানাইদিয়া অনিল পালের জমির মাথা হতে মক্ত স্কুল মাঠ পর্যন্ত ইটের সোলিং -

৫০,০০০/=

 

 

 

 

চর কানাইদিয়াজামে মসজিদে ল্যাটিন নির্মান-

৫০,০০০/=

 

 

 

 

৫নং ওয়ার্ডের আব্দুল বাকী মোড়লের বাড়ির পাশ হতে উত্তর দিকে রাস্তা ইটের সোলিং-

৫০,০০০/=

 

 

 

 

জালালপুর ইউনিয়ন পরিষদের মেইন রোড হতে পচ্শিম দিকে রাস্তা ইটের সোলিং-

৫০,০০০/=

 

 

 

 

চরকানাইদিয়া চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে হতে দক্ষিনপাড়া অভিমুখে রাস্তা ইটের সোলিং-

১,০০০০০/=

 

 

 

 

কানাইদিয়া ১নং ওয়ার্ডের জলিল সরদারের বাড়ি হতে বলয়ের মোড় অভিমুখে রাস্তা ইটের সোলিং-১,৫০,০০০/=